ফুল ফোটেছে ফুল বাগানে
ফুল ভোমরা কয়,
দেখতে যাবে তারা সবাই
সঙ্গে আমায় লয়।
ফুলের পাপড়ি ছড়িয়ে আছে
সারা মাঠজুড়ে,
ফুলের বাগান সবে মিলে
দেখল ঘুরে ঘুরে।
ফুল ফোটেছে ফুল বাগানে
ফুল ভোমরা কয়,
দেখতে যাবে তারা সবাই
সঙ্গে আমায় লয়।
ফুলের পাপড়ি ছড়িয়ে আছে
সারা মাঠজুড়ে,
ফুলের বাগান সবে মিলে
দেখল ঘুরে ঘুরে।