আসমানে তারাগুলো
নিভে জ্বলে ওঠে,
রাত শেষে ভোর কলি
ঝলমলে ফোটে।
ডালে ফোটা গোলাপটা
কী দারুণ হাসে,
চাঁপা ফুল ফুটে আছে
জানালার পাশে।
রোদ আলোয় জড়িয়ে
শিশিরের কণা,
ফুটে আছে ঘাসে ঘাসে
হয়ে আলপনা।
চাঁদ ফুল ফুটে আছে
আকাশের বুকে,
হাসি ফুল ফুটে আছে
খুকুটার মুখে।