রোদ পোহাতে যাচ্ছে ছাদে লাবু,
মাদুর হাতে ঠিক পেছনে সাবু।
ডাকছে বাবা, আব্বু তোরা আয়,
অমনি দু’ভাই দৌড়ে ছাদে যায়,
মনে ভয় নাই, বাবার আছে সায়।
সোনা রোদ্রকণা মাখে সারা গায়।
শীত সকালের রোদ দ্রুত পালায়,
নিত্যি ভোরে তাই ওরা ছাদে যায়।
মা দিচ্ছে ডাক, পিঠা খাবি আয়।
রান্না ঘরে গিয়ে গরম ভাপা খায়।
চুলার উমে তাপে শীত নাইরে নাই
হেসে দুটি ভাই শীতকে দিলো বাই
সাথে বড় বুবু, শাল জড়ানো রাবু।
এখন ওরা আর ঠান্ডায় নয় কাবু
বাবা মায়ের পাশে রাবু, লাবু, সাবু,
উম, গরমে ঘুমে পোষা ক্যাটি গাবু।