আজগুবি এক মানুষ তিনি
সরদার আবুল হাসান
আজগুবি এক মানুষ তিনি
পিয়ার আলি মান্না
বিফ-বার্গার পেস্ট্রি ছাড়া
অন্য কিছুই খান না।
পেপসি-কোলা কেক চানাচুর
দেখেই বলে দূর দূর দূর
কোর্মা পোলাও সামনে দিলে
জোরসে জোড়েন কান্না
পটোল আলু কাঁচা চিবান
করেন না তার রান্না।