সকাল বেলার পাখি হব
গাইব মধুর গান।
মধুর গানে ভরিয়ে দেব
সকল মনপ্রাণ।
দোয়েল পাখির গানে
হাওয়ায় দোলে ফুল
রাজহাঁস ছুটে চলে
ওই যে নদীর কূল।
আমার মনের ভাবনা যদি
জানত বড়াল নদী,
ছুটে এসে কাছে বসে
গাইত প্রেমগীতি।
সকাল বেলার পাখি হব
গাইব মধুর গান।
মধুর গানে ভরিয়ে দেব
সকল মনপ্রাণ।
দোয়েল পাখির গানে
হাওয়ায় দোলে ফুল
রাজহাঁস ছুটে চলে
ওই যে নদীর কূল।
আমার মনের ভাবনা যদি
জানত বড়াল নদী,
ছুটে এসে কাছে বসে
গাইত প্রেমগীতি।
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম