ভেবে ভেবে ছড়াকার
হয়ে পড়ে ক্লান্ত,
লেখালেখি হয় না কিছু
হয় না বিভ্রান্ত।
ভোর বেলাতে আবার যখন
লিখতে বসে ছড়া,
হঠাৎ করেই শব্দ আসে
চোখ যে ছানাবড়া।
শব্দে আসে দিঘির জলে
মাছের ঝাঁক,
ঢেউয়ে ঢেউয়ে অশান্ত যে
নদীর বাঁক।
শব্দ গেঁথে তৈরি করে
শব্দ মালা,
বাংলা ভাষা অ, আ, ক, খ
বর্ণমালা।