ভাদ্রের শেষে হঠাৎ বৃষ্টি
আকাশ করে কালো,
এমন দিনে স্কুলে যেতে
কার লাগে মা ভালো?
রাতটা জুড়ে বৃষ্টি হলো
ডাকলো গাঙে বান,
বৃষ্টি থামার নামটাও নেই
চারদিক সুনসান।
ছাতা মাথায় স্কুলে গেলে
ভিজে যাবে গা,
রাস্তাঘাটে কাদার মেলা
পিছলে যদি পা?
তাইতো খোকা বলছে মাকে
যাবে না আজ স্কুলে,
পাতার নৌকা ভাসাবে আজ
চলবে দুলে দুলে।