Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ আগস্ট, ২০১৯ ১৫:২৮

শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেবাচিম হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন। এই সময়ের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন। বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩৪৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ১৮৫ জন, মহিলা ৯১ এবং ৭০ জন শিশু। এর আগে, গতকাল মঙ্গলবার ভর্তি ছিলেন ৩৩০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৮১ জনের মধ্যে ৪৫ জন পুরুষ, মহিলা ৩০ জন এবং শিশু ৭ জন। একই সময়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যাওয়া ৬৫ জনের মধ্যে পুরুষ ৪৮ জন এবং মহিলা ১৭ জন। 

গত ১৬ জুলাই থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ৯৯৪ জন। এই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬৪৪ জন। ৪ জন ফিরেছে লাশ হয়ে। এছাড়াও বরিশালের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 


আপনার মন্তব্য