কোনো কোনো দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার যখন কিছুটা বিপর্যস্ত তখন উজ্জ্বল আলোর রেখা দেখা যাচ্ছে। অন্য দিগন্তের একটি দেশ থেকে এসেছে এই শুভ সংবাদ। দেশটির নাম মালয়েশিয়া। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার এই দেশটি। খবরে প্রকাশ, চলতি বছর বাংলাদেশ থেকে বেসরকারিভাবে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। আগামী তিন বছরে এই সংখ্যা বেড়ে হবে তিন গুণ। এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ১ হাজার ২০০ সদস্য সমান সুযোগ পাবে। উল্লেখ্য, এই সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে এক্ষেত্রে তাদের দক্ষতা দেখানোর সুযোগ পায়নি। এই সুযোগ সততার সঙ্গে ব্যবহার করবে সংস্থাটি এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি সব নীতিমালা মেনে কেউ যদি নিজস্ব উদ্যোগে কর্মী নিতে চায় তাকেও সুযোগ দেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়াটি হবে স্বচ্ছ ও অনলাইনের মাধ্যমে। এ জন্য দুই দেশের মধ্যে আগে আনুষ্ঠানিক চুক্তি হবে। তারপরই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। মালয়েশিয়া বিজনেস টু বিজনেস (বিটুবি) পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নেবে। খবরে প্রকাশ, মালয়েশিয়া কর্মী নিয়োগে সব ধরনের সিন্ডিকেশনকে জিরো টলারেন্স দেখাবে সরকার। সরকারের অনলাইনে নিবন্ধিত ডাটাবেজ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। তবে কেউ যাতে প্রতারণার শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সার্বক্ষণিক মনিটরিং করবে সরকার। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে ইতিমধ্যে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। মালয়েশিয়ান সরকারও বেসরকারি পর্যায়ে লোক পাঠানোর পদ্ধতিকে সুদৃষ্টিতে দেখছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- সাধারণ শ্রমিকরা যেন ক্ষতিগ্রস্ত ও প্রতারণার শিকার না হয়; সেদিকে নজর রাখা। বাংলাদেশ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে শোষণ-বঞ্চনামুক্ত পদ্ধতির প্রতি তারা জোর দিয়েছেন। বিশেষ করে অভিবাসন ব্যয় গ্রহণযোগ্য সীমার মধ্যে রাখতে হবে। অন্যদিকে জাতীয় স্বার্থে কোনো কুচক্রী মহলের গোষ্ঠীস্বার্থকে কেউ যেন প্রশ্রয় না দেয় সেদিকে নজর রাখতে হবে।
শিরোনাম
- বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
- নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
- মানিকগঞ্জে অবশেষে ধরা পড়লো বিশাল আকৃতির সেই কুমির
- আইসিসিবিতে চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
চলতি বছর ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া
প্রশংসনীয় উদ্যোগে যেন গোষ্ঠীস্বার্থ প্রশ্রয় না পায়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর