সরকারকে তিন চ্যালেঞ্জে জিততে হবে। নিজেদের সুনাম ও অস্তিত্ব রক্ষায় জঙ্গিবাদ ও টার্গেট কিলিংয়ের হোতাদের শেকড় উত্পাটন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধের কোনো বিকল্প নেই। টানা আট বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সামনে দৃশ্যত বড় কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই। তারপরও স্বস্তিতে নেই তারা। সরকারের উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ অমসৃণ করে দিয়েছে হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ। একের পর এক টার্গেট কিলিংয়ে অস্থিরতার বিষবাষ্প বিস্তার লাভ করছে। আন্তর্জাতিক মহলে জন্ম নিচ্ছে নানামুখী শঙ্কা ও সতর্কতা। জঙ্গিবাদ ইস্যুতে জিরো টলারেন্সে থাকা আওয়ামী লীগ সরকারকেই তির্যক মন্তব্য শুনতে হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে। দেশে-বিদেশে বাড়ছে চাপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির বেসামাল অবস্থাও সরকারকে ভোগাচ্ছে। আলোচিত মামলাগুলোর তদন্তে ত্বরিত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সরকারকে উভয়মুখী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অপ্রতিরোধ্য দৌরাত্ম্য সরকারকে দুর্বল করে দিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও এর ছোঁয়া লেগেছে। জঙ্গিবাদ ও টার্গেট কিলিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সরকারের সামনে প্রধানতম চ্যালেঞ্জ হলেও তার মোকাবিলায় তারা যুৎসই পথে এগোতে পারছে কিনা সন্দেহ দেখা দিয়েছে। লাগামহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধও সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। দুর্নীতির লাগাম টানতে না পারলে দীর্ঘস্থায়ী উন্নয়নের স্বপ্ন পূরণ অসম্ভব হয়ে পড়বে। তেমনটা হলে উন্নয়ন পরিকল্পনা দিয়ে বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। চারদিকে সাফল্য থাকা সত্ত্বেও গায়ে লাগতে পারে ব্যর্থতার তকমা। তাই এ তিন চ্যালেঞ্জ উত্তরণে সরকারকে ইস্পাতকঠিন অবস্থান নিতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজবিরোধীদের কাছে শক্ত বার্তা পৌঁছে দিতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের সেবা জনগণের জন্য নিশ্চিত করা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
চ্যালেঞ্জে জিততে হবে
আইন-শৃঙ্খলা ও দুর্নীতি রোধে উদ্যোগী হোন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর