সরকারকে তিন চ্যালেঞ্জে জিততে হবে। নিজেদের সুনাম ও অস্তিত্ব রক্ষায় জঙ্গিবাদ ও টার্গেট কিলিংয়ের হোতাদের শেকড় উত্পাটন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধের কোনো বিকল্প নেই। টানা আট বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সামনে দৃশ্যত বড় কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই। তারপরও স্বস্তিতে নেই তারা। সরকারের উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ অমসৃণ করে দিয়েছে হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ। একের পর এক টার্গেট কিলিংয়ে অস্থিরতার বিষবাষ্প বিস্তার লাভ করছে। আন্তর্জাতিক মহলে জন্ম নিচ্ছে নানামুখী শঙ্কা ও সতর্কতা। জঙ্গিবাদ ইস্যুতে জিরো টলারেন্সে থাকা আওয়ামী লীগ সরকারকেই তির্যক মন্তব্য শুনতে হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে। দেশে-বিদেশে বাড়ছে চাপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির বেসামাল অবস্থাও সরকারকে ভোগাচ্ছে। আলোচিত মামলাগুলোর তদন্তে ত্বরিত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সরকারকে উভয়মুখী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অপ্রতিরোধ্য দৌরাত্ম্য সরকারকে দুর্বল করে দিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও এর ছোঁয়া লেগেছে। জঙ্গিবাদ ও টার্গেট কিলিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সরকারের সামনে প্রধানতম চ্যালেঞ্জ হলেও তার মোকাবিলায় তারা যুৎসই পথে এগোতে পারছে কিনা সন্দেহ দেখা দিয়েছে। লাগামহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধও সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। দুর্নীতির লাগাম টানতে না পারলে দীর্ঘস্থায়ী উন্নয়নের স্বপ্ন পূরণ অসম্ভব হয়ে পড়বে। তেমনটা হলে উন্নয়ন পরিকল্পনা দিয়ে বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। চারদিকে সাফল্য থাকা সত্ত্বেও গায়ে লাগতে পারে ব্যর্থতার তকমা। তাই এ তিন চ্যালেঞ্জ উত্তরণে সরকারকে ইস্পাতকঠিন অবস্থান নিতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজবিরোধীদের কাছে শক্ত বার্তা পৌঁছে দিতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের সেবা জনগণের জন্য নিশ্চিত করা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
চ্যালেঞ্জে জিততে হবে
আইন-শৃঙ্খলা ও দুর্নীতি রোধে উদ্যোগী হোন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর