সরকারকে তিন চ্যালেঞ্জে জিততে হবে। নিজেদের সুনাম ও অস্তিত্ব রক্ষায় জঙ্গিবাদ ও টার্গেট কিলিংয়ের হোতাদের শেকড় উত্পাটন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধের কোনো বিকল্প নেই। টানা আট বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সামনে দৃশ্যত বড় কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই। তারপরও স্বস্তিতে নেই তারা। সরকারের উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়নের পথ অমসৃণ করে দিয়েছে হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ। একের পর এক টার্গেট কিলিংয়ে অস্থিরতার বিষবাষ্প বিস্তার লাভ করছে। আন্তর্জাতিক মহলে জন্ম নিচ্ছে নানামুখী শঙ্কা ও সতর্কতা। জঙ্গিবাদ ইস্যুতে জিরো টলারেন্সে থাকা আওয়ামী লীগ সরকারকেই তির্যক মন্তব্য শুনতে হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে। দেশে-বিদেশে বাড়ছে চাপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির বেসামাল অবস্থাও সরকারকে ভোগাচ্ছে। আলোচিত মামলাগুলোর তদন্তে ত্বরিত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে সরকারকে উভয়মুখী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অপ্রতিরোধ্য দৌরাত্ম্য সরকারকে দুর্বল করে দিচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও এর ছোঁয়া লেগেছে। জঙ্গিবাদ ও টার্গেট কিলিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সরকারের সামনে প্রধানতম চ্যালেঞ্জ হলেও তার মোকাবিলায় তারা যুৎসই পথে এগোতে পারছে কিনা সন্দেহ দেখা দিয়েছে। লাগামহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধও সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। দুর্নীতির লাগাম টানতে না পারলে দীর্ঘস্থায়ী উন্নয়নের স্বপ্ন পূরণ অসম্ভব হয়ে পড়বে। তেমনটা হলে উন্নয়ন পরিকল্পনা দিয়ে বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করা সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। চারদিকে সাফল্য থাকা সত্ত্বেও গায়ে লাগতে পারে ব্যর্থতার তকমা। তাই এ তিন চ্যালেঞ্জ উত্তরণে সরকারকে ইস্পাতকঠিন অবস্থান নিতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজবিরোধীদের কাছে শক্ত বার্তা পৌঁছে দিতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রের সেবা জনগণের জন্য নিশ্চিত করা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চ্যালেঞ্জে জিততে হবে
আইন-শৃঙ্খলা ও দুর্নীতি রোধে উদ্যোগী হোন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর