রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা
ইতিহাস

ভিয়েনা অভিযান

হাঙ্গেরি অভিযান সমাপ্ত করে সোলায়মান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন। অটমান তুর্কি ও ইউরোপীয় ইতিহাসে সোলায়মানের ভিয়েনা অভিযান একটি বিশেষ তাত্পর্যপূর্ণ ঘটনা। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপ ও এশিয়া ভূখণ্ডে দুজন শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী সম্রাটের আবির্ভাব হয়। তারা হয়েছেন অস্ট্রেলিয়ার সম্রাট পঞ্চম চার্লস এবং অটমান তুরস্কের সুলতান সোলায়মান। ছত্রিশ বছর তারা সমসাময়িক নৃপতি হিসেবে রাজ্য শাসন করেন। সোলায়মানের সিংহাসনে আরোহণের এক বছর আগে চার্লস ক্ষমতা লাভ করেন কিন্তু সুলতানের মৃত্যুর ১০ বছর আগে সিংহাসন ত্যাগ করে সন্ন্যাসব্রত গ্রহণ করেন।

উভয় নৃপতিই পরাক্রমশালী ও প্রতিভাবান ছিলেন, কিন্তু এভারসলের মতে চার্লস অপেক্ষা সোলায়মান অধিকতর রণদক্ষ ছিলেন। অবশ্য স্পেন, নেদারল্যান্ড, জার্মানি ও সিসিলি ছাড়াও দক্ষিণ আমেরিকা, পেরু ও মেক্সিকো এবং আফ্রিকার তিউনিস চার্লসের রাজ্যভুক্ত ছিল। এইরূপ রাজনৈতিক পরিস্থিতিতে সোলায়মান ও চার্লসের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়ায়। এ সংঘাতের মূূলে ছিল প্রথমত, পার্শ্ববর্তী দুটি পরাক্রমশালী রাজ্যের সহ-অবস্থান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর