বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ ক্রমান্বয়ে কমছে। অবস্থাটা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, এশিয়ার যেসব দেশে বনাঞ্চল সবচেয়ে কম সে তালিকায়ও ঢুকে গেছে বাংলাদেশের নাম। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রস্তুতকৃত তালিকায় বলা হয়েছে, এশিয়ায় সবচেয়ে বেশি বনাঞ্চল লাওসে। সেদেশের মোট আয়তনের ৯২.৭ শতাংশই বনাঞ্চল। এরপরই রয়েছে ভুটান, ব্রুনাই, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। এই চার দেশের মধ্যে ভুটানের রয়েছে ৮১ দশমিক ৫ শতাংশ বনাঞ্চল। আর ব্রুনাই, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় রয়েছে যথাক্রমে ৭৯ দশমিক ৭, ৬৭ দশমিক ৬ এবং ৬৩ শতাংশ ৭ শতাংশ বনাঞ্চল। এশিয়ায় সবচেয়ে বনাঞ্চল কম পাকিস্তানে। এ দেশটির আয়তনের মাত্র ১ দশমিক ৯ শতাংশ বনাঞ্চল। কম বনাঞ্চলের দিক থেকে চেঙ্গিস খানের দেশ মঙ্গোলিয়ার স্থান দ্বিতীয়। সেদেশের ৮ দশমিক ৪ শতাংশ এলাকায় বন রয়েছে। তারপরই বাংলাদেশের স্থান। এ দেশের ১১ পয়েন্ট ২ শতাংশ মাত্র বনভূমি। কম বনাঞ্চলের তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও চীনের নামও রয়েছে। তবে এই দুই দেশের বনাঞ্চলের পরিমাণ যথাক্রমে ২৪ দশমিক ১ শতাংশ এবং ২৪ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের চেয়ে গড়ে দুই গুণেরও বেশি। গত চার দশকে বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ হ্রাস পেয়েছে ব্যাপকভাবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যেভাবে বন উজাড় হয়েছে তা উদ্বেগজনক। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মোকাবিলায় বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বনাঞ্চল উজাড় হওয়ার পরিণতিতে এক্ষেত্রে বাংলাদেশ ঝুঁকিতে পড়েছে। ২০০৫ সালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) পরিচালিত বৈশ্বিক বনভূমি সম্পদ পরিমাপের তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট স্থলভাগের ৩০ শতাংশ ছিল বনভূমি। পৃথিবী প্রতিবছর যে পরিমাণ বনভূমি হারাচ্ছে, তার আয়তন ভুটান, ফিজি এবং ব্রুনাইয়ের মোট আয়তন অর্থাৎ ৬২ হাজার বর্গকিলোমিটারের চেয়েও বেশি এলাকা। ফাওয়ের প্রতিবেদনে বলা হয়, বৃক্ষনিধনের ফলে প্রতিদিন পৃথিবী প্রায় ২০০ বর্গকিলোমিটার আয়তনের বনভূমি হারাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ১৫ বছরে এক কোটি হেক্টর বনভূমি হারিয়েছে। বনাঞ্চল হ্রাস পাওয়ায় বিশ্বের আবহাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে। অস্তিত্বের স্বার্থেই বনভূমি রক্ষায় আমাদের যত্নবান হতে হবে।
শিরোনাম
- মাদকমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার: এ্যানি
- প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে সুশিক্ষিত হতে হবে : প্রিন্স
- কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে ছাতা বিতরণ
- বিগ ব্যাশে খেলবেন বাবর-রিজওয়ানরা, দেখা যাবে কি বিপিএলে
- গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ যুক্তরাষ্ট্রের
- পাংশায় র্যাব পরিচয়ে পিকআপ ডাকাতি: গ্রেফতার ২
- গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফের মৃত্যু
- বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগই টেকসই উন্নয়নের চাবিকাঠি : শিক্ষা উপদেষ্টা
- যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে টহল দিচ্ছে মার্কিন ড্রোন
- গাজায় আহত-অসুস্থদের চিকিৎসায় বাধা দিচ্ছে ইসরায়েল
- ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তিতে ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক
- সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
- শরীয়তপুরে নাজমা হত্যা মামলার আসামি শহিদুল গ্রেফতার
- গাজায় নতুন বেসামরিক প্রধান হিসেবে স্টিভ ফ্যাগিনকে নিয়োগ যুক্তরাষ্ট্রের
- নোয়াখালীতে পাঁচ দিনব্যাপী ‘অদম্য নারী উদ্যোক্তা মেলা’ শুরু
- উপখাদ্য পরিদর্শক পদে ১৪২ জনের প্রার্থিতা বাতিল
- প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
- টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হামাস
- আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে, ঘোষণা পাকিস্তানের
বনাঞ্চল কমছে
পরিবেশের জন্য সৃষ্টি হচ্ছে হুমকি
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর