রাজধানীর পরিবেশ দূষণের সবচেয়ে বড় উৎস হাজারীবাগের ট্যানারিগুলোর কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। হাজারীবাগ থেকে সাভারে যেসব ট্যানারি এখনো সরিয়ে নেওয়া হয়নি তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিচারপতি রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমকে নিয়ে গঠিত হাই কোর্ট ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দিয়েছে। আদালতের আদেশ বাস্তবায়নে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাদের সর্বাত্মক সহায়তা দিতে স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয় এবং আইজিপি ও ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের আদেশ বাস্তবায়ন করে এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ৬ এপ্রিল হাই কোর্টে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট গত সোমবার এই তাত্পর্যপূর্ণ নির্দেশ দিয়েছে। আদালতের শুনানিতে বেলার পক্ষ থেকে বলা হয়, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে ২০১০ সালের অক্টোবরে ছয় মাস সময় বৃদ্ধি করেছিল হাই কোর্ট। তারপর আদালত আর সময় বাড়ায়নি। তারপরও ট্যানারিগুলো আদালতের রায় লঙ্ঘন করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে ৪৩টি ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়েছে। সেগুলো সাভারে স্থানান্তর হলেও অন্য ট্যানারিগুলো সময় ক্ষেপণের আশ্রয় নিয়েছে। স্মর্তব্য, বারবার সরকারি নির্দেশনা অগ্রাহ্য হওয়ায় গত ৩১ জানুয়ারির পর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রণালয়। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের দৃঢ় মনোভাবের অভাবে ট্যানারি স্থানান্তর অনিশ্চিত হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আদালতের অনুমতি ছাড়াই ট্যানারি সরাতে মার্চ মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ায় বিষয়টিকে আইনবহির্ভূত বলে অভিহিত করে আদালতের শরণাপন্ন হয় পরিবেশবাদীরা। আদালতের এই তাত্পর্যপূর্ণ রায় পরিবেশ দূষণের কবল থেকে হাজারীবাগ ও সংলগ্ন এলাকার মানুষকে রক্ষায় অবদান রাখবে বলে আশা করা যায়। বুড়িগঙ্গার দূষণ রোধেও আদালতের আদেশ ফলপ্রসূ ভূমিকা রাখবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- এমআরআই পরীক্ষা করিয়েছেন ট্রাম্প
- এনসিএল চলাকালে স্ট্রোকে বরিশালের ফিজিওর মৃত্যু
- যুক্তরাজ্যে গবেষক ভিসার খরচ আন্তর্জাতিক গড়ের তুলনায় ২২ গুণ বেশি
- ২০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু সংবিধি পাস
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা
- প্রেসেনজা ইন্টারন্যাশনাল প্রেসের ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন
- ধানের শীষকে বিজয়ী করতে মুখ্য ভূমিকা রাখতে হবে যুবদলকে: খায়ের ভূঁইয়া
- ‘ডেডলি কম্বো’: চা ও সিগারেট একসাথে খাওয়া বাঁচার বয়স কমাতে পারে
- জাবেদের অর্থ পাচার এখনও চলছে, এস আলম-আরামিট গ্রুপের যোগসাজশ
- চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫ উদযাপন
- প্রাথমিকের ৫ ক্যাটাগরির পদে নিয়োগের ফল প্রকাশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে
- সমস্যায় জর্জরিত চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম : স্বাস্থ্য উপদেষ্টা
- বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি : সালাহউদ্দিন
- মানিকগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নিজের নামে কয়টা সিম আছে জানেন? এখনই চেক করুন!
- আরেক হত্যা মামলায় আতিকুল গ্রেফতার
- হোটেল থেকে জায়নামাজ চুরি করলেন পাকিস্তানি অভিনেত্রী
- মাঠে ঝাঁপিয়ে ক্যাচ, তারপরই আইসিইউতে শ্রেয়াস আইয়ার
ট্যানারি বন্ধের নির্দেশ
হাই কোর্টের আদেশ অভিনন্দনযোগ্য
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর