প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন দুর্গতদের জন্য আগামী তিন মাস খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। নষ্ট হওয়া ঘরবাড়ি দ্রুত তৈরি বা মেরামত এবং শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হলে তা দেওয়া হবে। কৃষকদের কৃষিঋণ দেওয়ারও আশ্বাস দেন তিনি। বন্যায় দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। কৃষকসহ গরিব মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে সর্বনাশা বন্যায়। তাদের এই দুর্দিনে সুনির্দিষ্টভাবে খাদ্য সহায়তা ও অর্থনৈতিক পুনর্বাসনের আশ্বাস বন্যার্তদের টিকে থাকার সংগ্রামে প্রণোদনা জোগাবে বলে আশা করা যায়। বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফর এবং বিপদাপন্ন মানুষের দুর্দিনে পাশে থাকার আশ্বাস তাদের কষ্ট লাঘবে যেমন অবদান রাখবে তেমন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে সাহস জোগাবে। বন্যা ত্রাণে সরকারি দলের নেতা-কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশবাহিনীর সদস্যদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দুর্গতরা কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিতকরণের চেষ্টা চলছে। দেশের উত্তরাঞ্চল অর্থনৈতিক দিক থেকে পশ্চাত্পদ। মাত্র দুই যুগ আগেও সাংবার্ষিক মঙ্গার শিকার হতো ওই অঞ্চলের গরিব মানুষ। ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গার অভিশাপ থেকে উত্তরাঞ্চলের মানুষকে মুক্ত করার ওয়াদা করেন। ওই অঞ্চলের অভাবী মানুষের কর্মসংস্থানসহ নানামুখী কর্মসূচি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। দেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূরীকরণের পদক্ষেপ অবদান রাখে। এবারের বন্যা যে অবিশ্বাস্য ক্ষয়ক্ষতির কারণ ঘটিয়েছে তাতে এলাকার অভাবী মানুষ আগামীতে কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সংশয় সৃষ্টি হয়েছিল। বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ক আশ্বাস সে সংশয় কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করা যায়। জনগণের জন্য রাষ্ট্র। তাদের কষ্ট লাঘবে সরকারের দায় অন্য সবার চেয়ে বেশি। সে দায় পালনে প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রশংসার দাবিদার। আমরা আশা করব বন্যার্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের সম্পন্ন মানুষও যাতে এগিয়ে আসে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’