প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন দুর্গতদের জন্য আগামী তিন মাস খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। নষ্ট হওয়া ঘরবাড়ি দ্রুত তৈরি বা মেরামত এবং শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হলে তা দেওয়া হবে। কৃষকদের কৃষিঋণ দেওয়ারও আশ্বাস দেন তিনি। বন্যায় দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। কৃষকসহ গরিব মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে সর্বনাশা বন্যায়। তাদের এই দুর্দিনে সুনির্দিষ্টভাবে খাদ্য সহায়তা ও অর্থনৈতিক পুনর্বাসনের আশ্বাস বন্যার্তদের টিকে থাকার সংগ্রামে প্রণোদনা জোগাবে বলে আশা করা যায়। বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফর এবং বিপদাপন্ন মানুষের দুর্দিনে পাশে থাকার আশ্বাস তাদের কষ্ট লাঘবে যেমন অবদান রাখবে তেমন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে সাহস জোগাবে। বন্যা ত্রাণে সরকারি দলের নেতা-কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশবাহিনীর সদস্যদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দুর্গতরা কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিতকরণের চেষ্টা চলছে। দেশের উত্তরাঞ্চল অর্থনৈতিক দিক থেকে পশ্চাত্পদ। মাত্র দুই যুগ আগেও সাংবার্ষিক মঙ্গার শিকার হতো ওই অঞ্চলের গরিব মানুষ। ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গার অভিশাপ থেকে উত্তরাঞ্চলের মানুষকে মুক্ত করার ওয়াদা করেন। ওই অঞ্চলের অভাবী মানুষের কর্মসংস্থানসহ নানামুখী কর্মসূচি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। দেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূরীকরণের পদক্ষেপ অবদান রাখে। এবারের বন্যা যে অবিশ্বাস্য ক্ষয়ক্ষতির কারণ ঘটিয়েছে তাতে এলাকার অভাবী মানুষ আগামীতে কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সংশয় সৃষ্টি হয়েছিল। বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ক আশ্বাস সে সংশয় কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করা যায়। জনগণের জন্য রাষ্ট্র। তাদের কষ্ট লাঘবে সরকারের দায় অন্য সবার চেয়ে বেশি। সে দায় পালনে প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রশংসার দাবিদার। আমরা আশা করব বন্যার্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের সম্পন্ন মানুষও যাতে এগিয়ে আসে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প