প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন দুর্গতদের জন্য আগামী তিন মাস খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। নষ্ট হওয়া ঘরবাড়ি দ্রুত তৈরি বা মেরামত এবং শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হলে তা দেওয়া হবে। কৃষকদের কৃষিঋণ দেওয়ারও আশ্বাস দেন তিনি। বন্যায় দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। কৃষকসহ গরিব মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে সর্বনাশা বন্যায়। তাদের এই দুর্দিনে সুনির্দিষ্টভাবে খাদ্য সহায়তা ও অর্থনৈতিক পুনর্বাসনের আশ্বাস বন্যার্তদের টিকে থাকার সংগ্রামে প্রণোদনা জোগাবে বলে আশা করা যায়। বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফর এবং বিপদাপন্ন মানুষের দুর্দিনে পাশে থাকার আশ্বাস তাদের কষ্ট লাঘবে যেমন অবদান রাখবে তেমন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে সাহস জোগাবে। বন্যা ত্রাণে সরকারি দলের নেতা-কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশবাহিনীর সদস্যদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দুর্গতরা কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিতকরণের চেষ্টা চলছে। দেশের উত্তরাঞ্চল অর্থনৈতিক দিক থেকে পশ্চাত্পদ। মাত্র দুই যুগ আগেও সাংবার্ষিক মঙ্গার শিকার হতো ওই অঞ্চলের গরিব মানুষ। ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গার অভিশাপ থেকে উত্তরাঞ্চলের মানুষকে মুক্ত করার ওয়াদা করেন। ওই অঞ্চলের অভাবী মানুষের কর্মসংস্থানসহ নানামুখী কর্মসূচি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। দেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূরীকরণের পদক্ষেপ অবদান রাখে। এবারের বন্যা যে অবিশ্বাস্য ক্ষয়ক্ষতির কারণ ঘটিয়েছে তাতে এলাকার অভাবী মানুষ আগামীতে কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সংশয় সৃষ্টি হয়েছিল। বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ক আশ্বাস সে সংশয় কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করা যায়। জনগণের জন্য রাষ্ট্র। তাদের কষ্ট লাঘবে সরকারের দায় অন্য সবার চেয়ে বেশি। সে দায় পালনে প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রশংসার দাবিদার। আমরা আশা করব বন্যার্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের সম্পন্ন মানুষও যাতে এগিয়ে আসে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী
পুনর্বাসনের আশ্বাস প্রশংসার দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর