প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন দুর্গতদের জন্য আগামী তিন মাস খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। নষ্ট হওয়া ঘরবাড়ি দ্রুত তৈরি বা মেরামত এবং শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হলে তা দেওয়া হবে। কৃষকদের কৃষিঋণ দেওয়ারও আশ্বাস দেন তিনি। বন্যায় দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। কৃষকসহ গরিব মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে সর্বনাশা বন্যায়। তাদের এই দুর্দিনে সুনির্দিষ্টভাবে খাদ্য সহায়তা ও অর্থনৈতিক পুনর্বাসনের আশ্বাস বন্যার্তদের টিকে থাকার সংগ্রামে প্রণোদনা জোগাবে বলে আশা করা যায়। বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফর এবং বিপদাপন্ন মানুষের দুর্দিনে পাশে থাকার আশ্বাস তাদের কষ্ট লাঘবে যেমন অবদান রাখবে তেমন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে সাহস জোগাবে। বন্যা ত্রাণে সরকারি দলের নেতা-কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশবাহিনীর সদস্যদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দুর্গতরা কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিতকরণের চেষ্টা চলছে। দেশের উত্তরাঞ্চল অর্থনৈতিক দিক থেকে পশ্চাত্পদ। মাত্র দুই যুগ আগেও সাংবার্ষিক মঙ্গার শিকার হতো ওই অঞ্চলের গরিব মানুষ। ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গার অভিশাপ থেকে উত্তরাঞ্চলের মানুষকে মুক্ত করার ওয়াদা করেন। ওই অঞ্চলের অভাবী মানুষের কর্মসংস্থানসহ নানামুখী কর্মসূচি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। দেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূরীকরণের পদক্ষেপ অবদান রাখে। এবারের বন্যা যে অবিশ্বাস্য ক্ষয়ক্ষতির কারণ ঘটিয়েছে তাতে এলাকার অভাবী মানুষ আগামীতে কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সংশয় সৃষ্টি হয়েছিল। বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ক আশ্বাস সে সংশয় কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করা যায়। জনগণের জন্য রাষ্ট্র। তাদের কষ্ট লাঘবে সরকারের দায় অন্য সবার চেয়ে বেশি। সে দায় পালনে প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রশংসার দাবিদার। আমরা আশা করব বন্যার্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের সম্পন্ন মানুষও যাতে এগিয়ে আসে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী
পুনর্বাসনের আশ্বাস প্রশংসার দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর