প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর ও কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বলেছেন দুর্গতদের জন্য আগামী তিন মাস খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে। নষ্ট হওয়া ঘরবাড়ি দ্রুত তৈরি বা মেরামত এবং শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হলে তা দেওয়া হবে। কৃষকদের কৃষিঋণ দেওয়ারও আশ্বাস দেন তিনি। বন্যায় দেশের খাদ্যভাণ্ডার বলে পরিচিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। কৃষকসহ গরিব মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে সর্বনাশা বন্যায়। তাদের এই দুর্দিনে সুনির্দিষ্টভাবে খাদ্য সহায়তা ও অর্থনৈতিক পুনর্বাসনের আশ্বাস বন্যার্তদের টিকে থাকার সংগ্রামে প্রণোদনা জোগাবে বলে আশা করা যায়। বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর সফর এবং বিপদাপন্ন মানুষের দুর্দিনে পাশে থাকার আশ্বাস তাদের কষ্ট লাঘবে যেমন অবদান রাখবে তেমন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সংগ্রামে সাহস জোগাবে। বন্যা ত্রাণে সরকারি দলের নেতা-কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশবাহিনীর সদস্যদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং দুর্গতরা কেউ যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিতকরণের চেষ্টা চলছে। দেশের উত্তরাঞ্চল অর্থনৈতিক দিক থেকে পশ্চাত্পদ। মাত্র দুই যুগ আগেও সাংবার্ষিক মঙ্গার শিকার হতো ওই অঞ্চলের গরিব মানুষ। ১৯৯৬ সালে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গার অভিশাপ থেকে উত্তরাঞ্চলের মানুষকে মুক্ত করার ওয়াদা করেন। ওই অঞ্চলের অভাবী মানুষের কর্মসংস্থানসহ নানামুখী কর্মসূচি নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। দেশের আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূরীকরণের পদক্ষেপ অবদান রাখে। এবারের বন্যা যে অবিশ্বাস্য ক্ষয়ক্ষতির কারণ ঘটিয়েছে তাতে এলাকার অভাবী মানুষ আগামীতে কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা সংশয় সৃষ্টি হয়েছিল। বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং অনুপ্রেরণাদায়ক আশ্বাস সে সংশয় কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করা যায়। জনগণের জন্য রাষ্ট্র। তাদের কষ্ট লাঘবে সরকারের দায় অন্য সবার চেয়ে বেশি। সে দায় পালনে প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রশংসার দাবিদার। আমরা আশা করব বন্যার্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের সম্পন্ন মানুষও যাতে এগিয়ে আসে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী
পুনর্বাসনের আশ্বাস প্রশংসার দাবিদার
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর