মহাসড়কগুলোর ভয়াবহ যানজট সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারীরাই শুধু নয়, দেশের কোটি কোটি মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে। মাহে রমজানের প্রাক্কালে পণ্যের দাম গত কয়েক বছরের চেয়ে এ বছর বেশি বৃদ্ধি পাওয়ার পেছনে এক ঘণ্টার রাস্তা পাঁচ ঘণ্টায় অতিক্রম করার বিড়ম্বনা অনেকাংশে দায়ী। দেশের অর্থনীতির মূল ধমনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহতম যানজট চলছে কয়েক সপ্তাহ ধরে। ১২০ কিলোমিটার দীর্ঘ জটও সৃষ্টি হয়েছিল এ মহাসড়কে। তা কমতে কমতে ৪২ কিলোমিটারে ঠেকেছিল গত মঙ্গলবার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানজটের অভিশাপ এ সড়ক ব্যবহারকারীদের ভোগাচ্ছে। মহাসড়কে নির্মাণকাজের জন্য যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমন হঠাৎ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হয়ে পড়ায় ভোগান্তি সৃষ্টি করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের দুই পাশে ৪২ কিলোমিটার যানজট সৃষ্টি হয় গত মঙ্গলবার সকালে। কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ২০ কিলোমিটার ও ব্রিজের অন্য পাশে মুন্সীগঞ্জ এলাকায় ২২ কিলোমিটারজুড়ে যানজটে আটকে পড়ে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহন। ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের টঙ্গী থেকে ভালুকা অংশের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট আর স্থায়ী পার্কিং ব্যবস্থা। টঙ্গী থেকে ভালুকা পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার এলাকাজুড়ে পার্কিং করে রাখা হয় ট্রাক ও কাভার্ড ভ্যান। গাজীপুর চৌরাস্তার সন্নিকটে পার্কিং করে রাখা হচ্ছে যাত্রীবাহী বাস। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করা হলেও তার শতভাগ সুফল পাচ্ছেন না সড়ক ব্যবহারকারীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলগামী লাখ লাখ মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে। পণ্যমূল্য বৃদ্ধিতেও তা মদদ জোগাচ্ছে। দেশের বিভিন্ন মহাসড়ক চার লেনে রূপান্তর করা হচ্ছে যানজট নিরসন ও সুষ্ঠু যোগাযোগ নিশ্চিত করতে। মহাসড়ক অবৈধ দোকানপাট, পার্কিং কিংবা এলাকার রাজনৈতিক মস্তান ও পুলিশের অসৎ সদস্যদের চাঁদাবাজির সুযোগ সৃষ্টির জন্য নয়। চার লেন তৈরির সুফল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্বের অবসানে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
মহাসড়কে যানজট
কর্তৃপক্ষের কঠোর মনোভাব কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর