মহাসড়কগুলোর ভয়াবহ যানজট সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারীরাই শুধু নয়, দেশের কোটি কোটি মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে। মাহে রমজানের প্রাক্কালে পণ্যের দাম গত কয়েক বছরের চেয়ে এ বছর বেশি বৃদ্ধি পাওয়ার পেছনে এক ঘণ্টার রাস্তা পাঁচ ঘণ্টায় অতিক্রম করার বিড়ম্বনা অনেকাংশে দায়ী। দেশের অর্থনীতির মূল ধমনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহতম যানজট চলছে কয়েক সপ্তাহ ধরে। ১২০ কিলোমিটার দীর্ঘ জটও সৃষ্টি হয়েছিল এ মহাসড়কে। তা কমতে কমতে ৪২ কিলোমিটারে ঠেকেছিল গত মঙ্গলবার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানজটের অভিশাপ এ সড়ক ব্যবহারকারীদের ভোগাচ্ছে। মহাসড়কে নির্মাণকাজের জন্য যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমন হঠাৎ করে লক্কড়-ঝক্কড় গাড়ি বিকল হয়ে পড়ায় ভোগান্তি সৃষ্টি করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের দুই পাশে ৪২ কিলোমিটার যানজট সৃষ্টি হয় গত মঙ্গলবার সকালে। কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ২০ কিলোমিটার ও ব্রিজের অন্য পাশে মুন্সীগঞ্জ এলাকায় ২২ কিলোমিটারজুড়ে যানজটে আটকে পড়ে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহন। ঢাকা-ময়মনসিংহ চার লেন মহাসড়কের টঙ্গী থেকে ভালুকা অংশের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট আর স্থায়ী পার্কিং ব্যবস্থা। টঙ্গী থেকে ভালুকা পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার এলাকাজুড়ে পার্কিং করে রাখা হয় ট্রাক ও কাভার্ড ভ্যান। গাজীপুর চৌরাস্তার সন্নিকটে পার্কিং করে রাখা হচ্ছে যাত্রীবাহী বাস। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করা হলেও তার শতভাগ সুফল পাচ্ছেন না সড়ক ব্যবহারকারীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলগামী লাখ লাখ মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে। পণ্যমূল্য বৃদ্ধিতেও তা মদদ জোগাচ্ছে। দেশের বিভিন্ন মহাসড়ক চার লেনে রূপান্তর করা হচ্ছে যানজট নিরসন ও সুষ্ঠু যোগাযোগ নিশ্চিত করতে। মহাসড়ক অবৈধ দোকানপাট, পার্কিং কিংবা এলাকার রাজনৈতিক মস্তান ও পুলিশের অসৎ সদস্যদের চাঁদাবাজির সুযোগ সৃষ্টির জন্য নয়। চার লেন তৈরির সুফল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্বের অবসানে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
শিরোনাম
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
মহাসড়কে যানজট
কর্তৃপক্ষের কঠোর মনোভাব কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর