সড়কে সেই আগের চিত্র! বাসচালকদের মধ্যে যথেচ্ছতার যে মনোভাব মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তা থেকে সরে আসার কোনো লক্ষণই মিলছে না। জাবালে নূর নামের ঘাতক পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লির শিকার হয়ে দুই কলেজ শিক্ষার্থীর প্রাণহানি ঘটে গত ২৮ জুলাই। তারপর দেশে শিক্ষার্থীদের যে আন্দোলন গড়ে ওঠে তা এ ভূখণ্ডের গত এক শতাব্দীর ইতিহাসের সবচেয়ে আলোড়িত ঘটনা হিসেবে অভিহিত হওয়ার যোগ্য। স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীরা কার্যত কাঠগড়ায় দাঁড় করায় দেশের প্রশাসনকে। দেখিয়ে দেয় অনিয়ম আমাদের মধ্যে কতটা বাসা বেঁধেছে। তাদের জবাবদিহিতা থেকে বাদ যাননি মন্ত্রী, সংসদ সদস্য, পদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, এমনকি বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরাও। মনে হচ্ছিল ছাত্র বিক্ষোভের নামে এক ভয়াবহ টর্নেডো যেন দেশের সবকিছু উলট-পালট করে দিতে চাচ্ছে। সবচেয়ে বেকায়দায় পড়ে পরিবহন মালিক ও চালকরা। ভাবমূর্তির সংকটে পতিত পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে তাগিদ সৃষ্টি করে শিক্ষার্থীরা, তার প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে অনুভূত হবে— এমনটিই আশা করেছিল দেশের সচেতন মানুষ। কিন্তু নিজেদের নোংরা অভ্যাস যে চালকরা ত্যাগ করতে পারেননি তা গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানের সড়ক নৈরাজ্যের ঘটনায় প্রমাণিত হয়েছে। রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে চলেছে যাত্রী ওঠানো-নামানো। চলেছে পাল্লাপাল্লি। বেশরমের নাকি শরম থাকতে নেই সেই সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছেন বাসচালকরা। পাশাপাশি চলছে যথেচ্ছভাবে রাস্তা পারাপার, ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হওয়ার কাণ্ডজ্ঞানহীন আচরণ। শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশ হঠাৎ করে যেভাবে জ্বলে উঠেছিল, আলো ছড়িয়েছিল, তাকে এখন আলেয়া বলেই মনে হচ্ছে। বিপর্যয়ের পুনরাবৃত্তি না চাইলে সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠায় সব মহলকেই যত্নবান হতে হবে।
শিরোনাম
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
সড়কে সেই আগের চিত্র
শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর হোন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর