সড়কে সেই আগের চিত্র! বাসচালকদের মধ্যে যথেচ্ছতার যে মনোভাব মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তা থেকে সরে আসার কোনো লক্ষণই মিলছে না। জাবালে নূর নামের ঘাতক পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লির শিকার হয়ে দুই কলেজ শিক্ষার্থীর প্রাণহানি ঘটে গত ২৮ জুলাই। তারপর দেশে শিক্ষার্থীদের যে আন্দোলন গড়ে ওঠে তা এ ভূখণ্ডের গত এক শতাব্দীর ইতিহাসের সবচেয়ে আলোড়িত ঘটনা হিসেবে অভিহিত হওয়ার যোগ্য। স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীরা কার্যত কাঠগড়ায় দাঁড় করায় দেশের প্রশাসনকে। দেখিয়ে দেয় অনিয়ম আমাদের মধ্যে কতটা বাসা বেঁধেছে। তাদের জবাবদিহিতা থেকে বাদ যাননি মন্ত্রী, সংসদ সদস্য, পদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, এমনকি বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরাও। মনে হচ্ছিল ছাত্র বিক্ষোভের নামে এক ভয়াবহ টর্নেডো যেন দেশের সবকিছু উলট-পালট করে দিতে চাচ্ছে। সবচেয়ে বেকায়দায় পড়ে পরিবহন মালিক ও চালকরা। ভাবমূর্তির সংকটে পতিত পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে তাগিদ সৃষ্টি করে শিক্ষার্থীরা, তার প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে অনুভূত হবে— এমনটিই আশা করেছিল দেশের সচেতন মানুষ। কিন্তু নিজেদের নোংরা অভ্যাস যে চালকরা ত্যাগ করতে পারেননি তা গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানের সড়ক নৈরাজ্যের ঘটনায় প্রমাণিত হয়েছে। রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে চলেছে যাত্রী ওঠানো-নামানো। চলেছে পাল্লাপাল্লি। বেশরমের নাকি শরম থাকতে নেই সেই সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়েছেন বাসচালকরা। পাশাপাশি চলছে যথেচ্ছভাবে রাস্তা পারাপার, ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হওয়ার কাণ্ডজ্ঞানহীন আচরণ। শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশ হঠাৎ করে যেভাবে জ্বলে উঠেছিল, আলো ছড়িয়েছিল, তাকে এখন আলেয়া বলেই মনে হচ্ছে। বিপর্যয়ের পুনরাবৃত্তি না চাইলে সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠায় সব মহলকেই যত্নবান হতে হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ