জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটি রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছে। এ বিষয়ের ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং মাত্র ১০টি দেশ বিরোধিতা করে। ২৬টি দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘ সাধারণ পরিষদের এ প্রস্তাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তের আহ্বান জানানো হয়েছে। স্মর্তব্য, গত বছরও জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে রোহিঙ্গা সমস্যার বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবটিও ৯৭টি দেশ কো-স্পন্সর করেছিল। প্রস্তাবে বলা হয়েছে, রাখাইনে মুসলিমরা মিয়ানমারের স্বাধীনতার আগেই প্রজম্ম থেকে প্রজম্ম বসবাস করছে। ১৯৮২ সালের নাগরিকত্ব আইন পুনর্বিবেচনা করে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব প্রদানের আহ্বান জানিয়ে মিয়ানমার সরকারকে বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। পাসকৃত প্রস্তাবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন তদন্তের জন্য দ্রুততার সঙ্গে নিরপেক্ষ মেকানিজম প্রতিষ্ঠার ওপরে জোর দিয়ে বলা হয়েছে, মিয়ানমারের মিলিটারির ওপরে যেন বেসামরিক সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাখাইনে সামরিক অভিযানের কারণে নিয়মতান্ত্রিকভাবে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং প্রস্তাবে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এ অভিযান বন্ধের আহ্বান জানানো হয়। এজন্য যারা দোষী তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানানো হয়। প্রস্তাবে রাখাইনে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, নাগরিকত্ব প্রদান, কফি আনান কমিশন রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন, রোহিঙ্গাদের নিজঘরে প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে অস্থিতিশীল ও নিরাপত্তাহীনতা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে উত্থাপিত প্রস্তাবে ৯৯টি দেশ স্পন্সর করে। রোহিঙ্গাদের বিষয়ে গোটা বিশ্বই যে সহানুভূতিশীল তা সংশ্লিষ্ট দেশগুলোর মনোভাবে স্পষ্ট হয়েছে। জাতিসংঘের গৃহীত প্রস্তাব মিয়ানমার ও তার মিত্ররা এযাবৎ যেভাবে অগ্রাহ্য করে চলেছে তা দুর্ভাগ্যজনক। নতুন প্রস্তাবটি তাদের শুভবুদ্ধির উদয় ঘটাবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
জাতিসংঘের প্রস্তাব
মিয়ানমারের সুমতি হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর