দেশে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের নামে যথেচ্ছতা চলছে দীর্ঘদিন ধরে। শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্য নিয়েই এ দেশে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে। কালক্রমে দেশের জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশ এই অতিলোভী শিক্ষা ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, কোনো ধরনের নীতিমালা ছাড়াই পরিচালিত হচ্ছে এসব প্রতিষ্ঠান। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর প্রকৃত সংখ্যা কিংবা সিলেবাস সম্পর্কে কোনো তথ্য নেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে ১৫৯টি ইংরেজি মাধ্যম স্কুলের নিবন্ধন রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৫০৭। এর মধ্যে ‘ও’ লেভেলের স্কুল ৬৪টি, ‘এ’ লেভেলের ৫৪টি ও জুনিয়র লেভেলের ৪১টি। তবে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের হিসাবে সারা দেশে এ ধরনের স্কুলের সংখ্যা ৩ শতাধিক। আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩ লাখ। জুলাইয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় শুরু হয়ে যায় বেতন বাড়ানোর প্রতিযোগিতা। হরেক ফন্দিফিকিরে বাড়ানো হয় বেতন। এ নিয়ে অভিভাবকদের হাজারো অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। নিয়মনীতির বালাই না থাকায় রাজধানীতে ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠছে ইংরেজি মাধ্যমের একের পর এক স্কুল। ব্রিটিশ কিংবা এডেক্সেলের সিলেবাস অনুসরণ করে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ানো হয়। রাজধানীর নামিদামি ইংরেজি মাধ্যম স্কুলগুলোয় প্লে ও কেজি প্রথম শ্রেণিতে ভর্তি বাবদই লাগে প্রায় দেড় লাখ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফিও নেওয়া হয় ১৪ হাজার টাকা। শিক্ষার নামে এসব প্রতিষ্ঠানের সত্যিকারের লক্ষ্যটা কী তা ফুটে উঠেছে ভর্তি ও টিউশন ফির বিশাল অঙ্কে। শিক্ষার নামে যে অবাঞ্ছিত বাণিজ্য চলছে তাতে লাগাম পরানোর স্বার্থে অবিলম্বে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ব্যাপারে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত। এ ব্যাপারে নতুন শিক্ষামন্ত্রী উদ্যোগী হবেন- আমরা এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
ইংরেজি মাধ্যম স্কুল
যথেচ্ছতা বন্ধে নীতিমালা প্রণয়ন করুন
প্রিন্ট ভার্সন
