মাছ মাংস তরিতরকারি সব কিছুর দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সবজির দাম গত তিন সপ্তাহে বেড়েছে গড়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি। মুরগির দাম বেড়েছে গড়ে ২৫ ভাগ, মাছের দামও বেড়েছে গড়ে ৬০ শতাংশের বেশি। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতে ফুলকপি, পাতাকপি, শিম, টমেটোর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে তিন সপ্তাহ আগে যে ফুলকপির দাম ছিল ১৫ টাকা তা এখন ৫০ টাকায় ঠেকেছে। শিমের দামও বেড়েছে তিনগুণ। বেগুনের দাম গড়ে দ্বিগুণ। কাঁচামরিচের দামও বেড়েছে পাল্লা দিয়ে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে উঠছে। গ্রীষ্মকালীন সবজি বাজারে ঠিকমতো না ওঠা পর্যন্ত সংকট অব্যাহত থাকবে এমনটিই আশঙ্কা করা হচ্ছে। সবজি মাছ মাংসের দাম বেপরোয়াভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে দায়ী বৃষ্টিপাতে শীতকালীন সবজি নষ্ট হয়ে যাওয়া। বছরের এ সময় মাছের দাম বৃদ্ধি পায়। এবার চাষের কই ও পাঙ্গাশ ছাড়া অন্য সব মাছের দাম সীমা অতিক্রম করেছে। এর প্রভাব পড়েছে বয়লার মুরগির দামে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। সীমিত আয়ের মানুষের জন্য বাড়তি মূল্যে পণ্য কেনা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থার মোকাবিলায় পণ্যমূল্য সহনশীল রাখতে সরকারকে উদ্যোগী হতে হবে। পণ্য আনার ট্রাক মহাসড়কগুলোতে যাতে চাঁদাবাজির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। দেশবাসীর কাছে সরকারের গ্রহণযোগ্যতার বিষয়টি নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট। সন্দেহ নেই বর্তমান সরকারের আমলে গত এক দশকে সাধারণ মানুষের আয় বেড়েছে। বেড়েছে তাদের জীবনমান। সে সুফল যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নিত্যপণ্যের বাজার সহনশীল রাখার উদ্যোগ নিতে হবে। চাল, আটা, তেল, ডাল, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম যাতে কোনো অজুহাতে কেউ বাড়াতে সাহস না পায় সেদিকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সতর্ক দৃষ্টি রাখা উচিত। নিজেদের স্বার্থেই সরকার নিত্যপণ্যের বাজার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি
সরকারের সতর্ক দৃষ্টি কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর