ছাত্র হত্যার প্রতিবাদে আবারও উত্তাল হয়েছে রাজপথ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধে গত দুই দিন অবরুদ্ধ হয়ে পড়ে নগর জীবনের একাংশ। দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। তার পরও সাধারণ মানুষের একাত্মতা ছাত্রদের সঙ্গে। সড়ক দুর্ঘটনার নামে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিংয়ের ওপর সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিনে ঘটেছে বেপরোয়া বাসচালকের দ্বারা ছাত্র হত্যার ঘটনা। এ খবরে ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সহপাঠীরা। শতাধিক শিক্ষার্থীর আন্দোলনে একে একে সংহতি জানাতে আসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরা। ঘাতক বাসটি আবরারকে ধাক্কা দেওয়ার আগে বারিধারা নতুনবাজারে দাঁড়িয়ে থাকা মিরপুর আইডিয়াল স্কুলের ছাত্রী সিনথিয়া সুলতানাকে ধাক্কা দেয়। এতে সিনথিয়ার ঘাড়ের হাড় ভেঙে যায়। পথচারীরা ধাওয়া দিলে বাসটি বেপরোয়া গতিতে পালানোর সময় যমুনা ফিউচার পার্কে আরও বিপর্যয়কর ঘটনা ঘটায়। আহত স্কুলছাত্রী সিনথিয়াকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আট মাস আগে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। ঘাতক বাস-ট্রাক চালকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল প্রকারান্তরে দেশবাসী। শিক্ষার্থীরা সে সময় নিরাপদ সড়কের দাবিতে নয় দফা দাবি তুলেছিলেন। সেসবের মধ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮ সংসদে পাস এবং বাচালতার জন্য সমালোচিত তৎকালীন এক মন্ত্রীর ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো দাবিই পূরণ হয়নি। নিয়ম মেনে জেব্রা ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ঘাতক বাস আবরারের ওপর হামলে পড়ে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বাবার সামনেই প্রাণ হারাতে হয় তাকে। আবরারের জীবনহানিতে প্রমাণিত হয়েছে, সড়কশৃঙ্খলা প্রতিষ্ঠায় সময় ক্ষেপণ মৃত্যুর মিছিলকেই দীর্ঘায়িত করবে। তা সরকার বা পরিবহনসংশ্লিষ্ট কারওই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড
মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়া কাম্য নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর