দেশের বিশ্ববিদ্যালয়গুলো তাদের নামের মাহাত্ম্য হারাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিদ্যা অর্জনের পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনের জন্য গবেষণার সুযোগ থাকবে এমনটিই আশা করা হয়। কিন্তু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার সুযোগ নেই বললেই চলে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা তো না বলাই ভালো। এগুলো স্থাপনের ঘোষিত উদ্দেশ্য যা-ই থাক, মূল উদ্দেশ্য যেভাবেই হোক অর্থ উপার্জন করা। শিক্ষাকে বাণিজ্য হিসেবেই দেখেন বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, মৌলিক গবেষণা বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এ খাতে ক্রমেই পিছিয়ে যাচ্ছে। এমনকি এক-চতুর্থাংশ বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণাই হচ্ছে না। যেসব বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ হচ্ছে তা মানসম্মত না হওয়ায় এর ৯০ ভাগের বেশি ছাপার সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক জার্নালে। এজন্য বরাদ্দ কম থাকার অভিযোগ করলেও যে বরাদ্দ দেওয়া হচ্ছে তাও খরচ করতে পারছে না অনেক বিশ্ববিদ্যালয়। মৌলিক গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা কমে যাওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশের উচ্চশিক্ষা। গবেষণা প্রকল্প প্রদানে স্বজনপ্রীতি, ভালো ল্যাব না থাকা, গবেষণার বরাদ্দে অপ্রতুলতা, ভালো গবেষণার স্বীকৃতি না পাওয়া, পদোন্নতিতে গবেষণার চেয়ে রাজনৈতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়ায় মেধাবী শিক্ষকরা গবেষণাবিমুখ হচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত ডিগ্রিদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যানুযায়ী ২০১৯-২০ অর্থবছরে ৪৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট অনুমোদন করা হয় ৮ হাজার ৮৮ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে অনুন্নয়ন বাজেট ৫ হাজার ৮৯ কোটি ৪৬ লাখ টাকা। ৩৭টি বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা বরাদ্দ দেওয়া হয় ৬৪ কোটি ৪০ লাখ টাকা যা অনুন্নয়ন বাজেটের ১.২৬ শতাংশ। গবেষণার জন্য প্রতি বছরই আগের বছরের চেয়ে বরাদ্দ কমছে। কর্তৃপক্ষের কাছে গবেষণা যে গুরুত্ব হারাচ্ছে নগণ্য বরাদ্দ তারই প্রমাণ। শিক্ষকদের পদোন্নতির জন্য একসময় গবেষণার ক্ষেত্রে তাদের কৃতিত্বকে গুরুত্বের চোখে দেখা হতো। এখন তার বদলে রাজনৈতিক সংশ্লিষ্টতা গুরুত্ব পাওয়ায় শিক্ষকরা রাজনীতিতেই বেশি ব্যস্ত থাকছেন। ফলে সর্বনাশের কিনারে ধাবিত হচ্ছে দেশের উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানগুলো। এ প্রবণতায় বাদ সাধা জরুরি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
গবেষণা সংকট
বিশ্ববিদ্যালয়গুলো মাহাত্ম্য হারাচ্ছে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর