বিদেশে টাকা পাচার ও ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাংলাদেশের অর্থনীতির জন্য সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা খেলাপি হয়ে পড়ায় দেশের ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে। সৎ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদেরও তারা ঋণ দিতে পারছে না অর্থাভাবে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আর্থিক শৃঙ্খলার বড় সংকট অর্থ পাচার। কোথায় কোন দেশে এ টাকা আছে তা সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্তাব্যক্তিদের অজানা নয়। পাচার রোধে আন্তর্জাতিক বিভিন্ন আইন আছে। এসব আইন ব্যবহার করে সরকার পাচার করা অর্থ বাজেয়াপ্ত করতে পারে। সংশ্লিষ্ট দেশ এবং ব্যাংকের সঙ্গে আলোচনা করে কীভাবে টাকা ফেরত আনা যায় সে উদ্যোগ নেওয়া উচিত হলেও সেদিকে দৃশ্যত কারোর গরজ নেই। যেসব পদ্ধতি ব্যবহার করে অর্থ পাচার করা হচ্ছে সেগুলো যেমন আটকানো দরকার, তেমন যারা পাচারের সঙ্গে জড়িত তাদের দৃশ্যমান শাস্তি দিতে হবে। ঋণখেলাপিদের প্রচলিত আইনের আওতায় জেলা-জরিমানা করা যায়। ঋণখেলাপিদের বিরুদ্ধে নানা সময়ে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হলেও খেলাপি নামের চোর-মহাচোরদের বিরুদ্ধে বাস্তবে কিছু করা হয়নি। এদের দৃশ্যমান শাস্তি দিলে সব খেলাপির কাছে কড়া বার্তা পৌঁছে যাবে। রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনকারীদের কঠোর বিচার না হলে ব্যাংকিং খাতের উন্নতি হবে না। শাস্তি নিশ্চিত করতে প্রচলিত যে আইন আছে, প্রয়োজনে তা সংস্কারের উদ্যোগ নিতে হবে। ব্যাংক থেকে অর্থ নিয়ে ফেরত দেওয়া হবে না, তা মেনে নেওয়া যায় না। অর্থ পাচার ঠেকাতে হলে পাচারের পথ বন্ধ করা খুবই জরুরি। দেশে এ মুহূর্তে সরকারের সামনে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই। রাজনৈতিক অস্থিরতা থেকেও দেশ প্রায় সর্বাংশে মুক্ত। অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে এটি এক সুসময়। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকা সত্ত্বেও অর্থনীতি তার সুফল নিতে পারছে না। দেশে ডুয়িং বিজনেস উন্নত হচ্ছে না। জেঁকে বসা আমলাতান্ত্রিকতা অর্থনৈতিক অগ্রযাত্রাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। দেশ খেলাপি ঋণ ও অর্থ পাচারের যে দুই মহাসমস্যায় ভুগছে তার ইতি ঘটাতে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্রতী হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ঋণখেলাপিরা ব্যাংকের টাকা লোপাট করে পার পাবে না। পাচারকারীদের নখর ছেঁটে ফেলাও সম্ভব হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
অর্থনীতির দুই বিপদ
অর্থ পাচার ও ঋণ খেলাপ বন্ধে উদ্যোগ নিতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর