বিদেশে টাকা পাচার ও ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাংলাদেশের অর্থনীতির জন্য সাক্ষাৎ হুমকি হয়ে দাঁড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা খেলাপি হয়ে পড়ায় দেশের ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দিয়েছে। সৎ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদেরও তারা ঋণ দিতে পারছে না অর্থাভাবে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আর্থিক শৃঙ্খলার বড় সংকট অর্থ পাচার। কোথায় কোন দেশে এ টাকা আছে তা সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্তাব্যক্তিদের অজানা নয়। পাচার রোধে আন্তর্জাতিক বিভিন্ন আইন আছে। এসব আইন ব্যবহার করে সরকার পাচার করা অর্থ বাজেয়াপ্ত করতে পারে। সংশ্লিষ্ট দেশ এবং ব্যাংকের সঙ্গে আলোচনা করে কীভাবে টাকা ফেরত আনা যায় সে উদ্যোগ নেওয়া উচিত হলেও সেদিকে দৃশ্যত কারোর গরজ নেই। যেসব পদ্ধতি ব্যবহার করে অর্থ পাচার করা হচ্ছে সেগুলো যেমন আটকানো দরকার, তেমন যারা পাচারের সঙ্গে জড়িত তাদের দৃশ্যমান শাস্তি দিতে হবে। ঋণখেলাপিদের প্রচলিত আইনের আওতায় জেলা-জরিমানা করা যায়। ঋণখেলাপিদের বিরুদ্ধে নানা সময়ে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হলেও খেলাপি নামের চোর-মহাচোরদের বিরুদ্ধে বাস্তবে কিছু করা হয়নি। এদের দৃশ্যমান শাস্তি দিলে সব খেলাপির কাছে কড়া বার্তা পৌঁছে যাবে। রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনকারীদের কঠোর বিচার না হলে ব্যাংকিং খাতের উন্নতি হবে না। শাস্তি নিশ্চিত করতে প্রচলিত যে আইন আছে, প্রয়োজনে তা সংস্কারের উদ্যোগ নিতে হবে। ব্যাংক থেকে অর্থ নিয়ে ফেরত দেওয়া হবে না, তা মেনে নেওয়া যায় না। অর্থ পাচার ঠেকাতে হলে পাচারের পথ বন্ধ করা খুবই জরুরি। দেশে এ মুহূর্তে সরকারের সামনে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই। রাজনৈতিক অস্থিরতা থেকেও দেশ প্রায় সর্বাংশে মুক্ত। অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে এটি এক সুসময়। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকা সত্ত্বেও অর্থনীতি তার সুফল নিতে পারছে না। দেশে ডুয়িং বিজনেস উন্নত হচ্ছে না। জেঁকে বসা আমলাতান্ত্রিকতা অর্থনৈতিক অগ্রযাত্রাকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। দেশ খেলাপি ঋণ ও অর্থ পাচারের যে দুই মহাসমস্যায় ভুগছে তার ইতি ঘটাতে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্রতী হতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ঋণখেলাপিরা ব্যাংকের টাকা লোপাট করে পার পাবে না। পাচারকারীদের নখর ছেঁটে ফেলাও সম্ভব হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
অর্থনীতির দুই বিপদ
অর্থ পাচার ও ঋণ খেলাপ বন্ধে উদ্যোগ নিতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর