বাংলাদেশের সমুদ্রসীমার ৯০ শতাংশই ব্যবহার করা সম্ভব হচ্ছে না। সমুদ্রসীমার প্রধান সম্পদ মাছ আহরণেও রয়েছে উদ্যোগের ঘাটতি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গভীর সমুদ্রসীমায় মাছ ধরার মতো বড় কোনো নৌযান বাংলাদেশের নেই। অথচ বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর জন্য গভীর সমুদ্রসীমায় মাছ ধরার উপযোগী নৌযান তৈরি করছে। নরওয়ে বাংলাদেশ থেকে ২০০০ টনের বেশি ধারণক্ষমতার ট্রলার আমদানি করছে। কিন্তু যে দেশটি এই জাহাজ তৈরি করে দিচ্ছে, তার নিজেরই সেই মানের জাহাজ নেই। যেখানে উন্নত বিশ্বে মাছ ধরার কাজে ২ হাজার মেট্রিক টন বা তারও বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাছ ধরার নৌযান ব্যবহার করা হয়, সেখানে বাংলাদেশের এ ধরনের নৌযানের সর্বোচ্চ ধারণক্ষমতা ৩০০ মেট্রিক টন। এত ছোট নৌযান দিয়ে গভীর সমুদ্রের সম্পদ আহরণ সম্ভব নয়। বড় নৌযান না থাকায় বাংলাদেশের অর্জিত সমুদ্রসীমার শতকরা মাত্র ১০ ভাগ ব্যবহার করা সম্ভব হচ্ছে। ৯০ ভাগ ব্যবহার করা যাচ্ছে না নৌযানের অভাবসহ অন্য সীমাবদ্ধতার কারণে। সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের জাহাজ নির্মাণ খসড়া নীতিমালার ভূমিকায় বলা হয়েছে, ‘বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমা ৬৬৪ কিমি। এর মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র ৬০ কিমি এলাকা। কারণ সাগরের বিশেষ অর্থনৈতিক এলাকা ও কনটিনেন্টাল সেলফ এলাকায় মাছ শিকার কিংবা অর্থনৈতিক ব্যবহারের সক্ষমতা এখনো তৈরি হয়নি।’ বর্তমানে দেশে নৌযান তৈরিতে ২০টি আন্তর্জাতিক মানসম্পন্ন ও ১০০টি স্থানীয় মানের শিপইয়ার্ড ও ডকইয়ার্ড রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিপইয়ার্ডগুলো বছরে ১০০ জাহাজ তৈরি করতে পারে। দেশে বর্তমানে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক মানের জাহাজও তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনো পড়ে আছে ৩০০ মেট্রিক টনের মাছ ধরার নৌযান নিয়েই; যা দিয়ে ২০ থেকে সর্বোচ্চ ৬০ কিমি গভীর সমুদ্র পর্যন্ত মৎস্যসম্পদ আহরণ করা যায়। সমুদ্রসীমার পুরো অংশে মাছ ধরা সম্ভব হলে বাংলাদেশের সামুদ্রিক মাছ রপ্তানি অন্তত ১০ গুণ বৃদ্ধি পাবে। দেশে যেহেতু উন্নতমানের নৌযান তৈরির সুযোগ রয়েছে সেহেতু এ ক্ষেত্রের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
শিরোনাম
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
সমুদ্রসম্পদ আহরণ
বড় আকারের ট্রলার নির্মাণের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
