বাংলাদেশের সমুদ্রসীমার ৯০ শতাংশই ব্যবহার করা সম্ভব হচ্ছে না। সমুদ্রসীমার প্রধান সম্পদ মাছ আহরণেও রয়েছে উদ্যোগের ঘাটতি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গভীর সমুদ্রসীমায় মাছ ধরার মতো বড় কোনো নৌযান বাংলাদেশের নেই। অথচ বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর জন্য গভীর সমুদ্রসীমায় মাছ ধরার উপযোগী নৌযান তৈরি করছে। নরওয়ে বাংলাদেশ থেকে ২০০০ টনের বেশি ধারণক্ষমতার ট্রলার আমদানি করছে। কিন্তু যে দেশটি এই জাহাজ তৈরি করে দিচ্ছে, তার নিজেরই সেই মানের জাহাজ নেই। যেখানে উন্নত বিশ্বে মাছ ধরার কাজে ২ হাজার মেট্রিক টন বা তারও বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাছ ধরার নৌযান ব্যবহার করা হয়, সেখানে বাংলাদেশের এ ধরনের নৌযানের সর্বোচ্চ ধারণক্ষমতা ৩০০ মেট্রিক টন। এত ছোট নৌযান দিয়ে গভীর সমুদ্রের সম্পদ আহরণ সম্ভব নয়। বড় নৌযান না থাকায় বাংলাদেশের অর্জিত সমুদ্রসীমার শতকরা মাত্র ১০ ভাগ ব্যবহার করা সম্ভব হচ্ছে। ৯০ ভাগ ব্যবহার করা যাচ্ছে না নৌযানের অভাবসহ অন্য সীমাবদ্ধতার কারণে। সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের জাহাজ নির্মাণ খসড়া নীতিমালার ভূমিকায় বলা হয়েছে, ‘বর্তমানে বাংলাদেশের সমুদ্রসীমা ৬৬৪ কিমি। এর মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র ৬০ কিমি এলাকা। কারণ সাগরের বিশেষ অর্থনৈতিক এলাকা ও কনটিনেন্টাল সেলফ এলাকায় মাছ শিকার কিংবা অর্থনৈতিক ব্যবহারের সক্ষমতা এখনো তৈরি হয়নি।’ বর্তমানে দেশে নৌযান তৈরিতে ২০টি আন্তর্জাতিক মানসম্পন্ন ও ১০০টি স্থানীয় মানের শিপইয়ার্ড ও ডকইয়ার্ড রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিপইয়ার্ডগুলো বছরে ১০০ জাহাজ তৈরি করতে পারে। দেশে বর্তমানে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক মানের জাহাজও তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনো পড়ে আছে ৩০০ মেট্রিক টনের মাছ ধরার নৌযান নিয়েই; যা দিয়ে ২০ থেকে সর্বোচ্চ ৬০ কিমি গভীর সমুদ্র পর্যন্ত মৎস্যসম্পদ আহরণ করা যায়। সমুদ্রসীমার পুরো অংশে মাছ ধরা সম্ভব হলে বাংলাদেশের সামুদ্রিক মাছ রপ্তানি অন্তত ১০ গুণ বৃদ্ধি পাবে। দেশে যেহেতু উন্নতমানের নৌযান তৈরির সুযোগ রয়েছে সেহেতু এ ক্ষেত্রের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
সমুদ্রসম্পদ আহরণ
বড় আকারের ট্রলার নির্মাণের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর