চাঁদাবাজ নামের নোংরা শকুনদের কাছে জিম্মি দেশের লাখ লাখ মানুষ। যখন যারা ক্ষমতায় থাকে সে দল ও অঙ্গসংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজির বিষয়টি একটি ওপেন সিক্রেট। আমাদের দেশে সরকারকে কর না দিয়ে রেহাই পাওয়া গেলেও মাস্তান নামধারী নর্দমার কীটদের চাঁদাবাজির হাত থেকে রেহাই পাওয়া সত্যিকার অর্থেই অসম্ভব। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে আছে পাঁচ শতাধিক সিন্ডিকেটের কয়েক হাজার অপরাধী। তাদের ইন্ধনদাতা হিসেবে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির দুর্নীতিবাজ সদস্য ও ক্ষমতাসীন দলের কিছু নৈতিকতা বিবর্জিত নেতা। নানা সিন্ডিকেটে বিভক্ত চাঁদাবাজরা নিজেদের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে ক্ষমতাসীন দলের সাইনবোর্ড। ফলে স্থানীয় প্রশাসন তাদের চাঁদাবাজি রোধের ঝক্কিঝামেলায় পা বাড়ায় না। অনেক ক্ষেত্রে থানা পুলিশের সহায়তা নিয়েই চলে বাধাহীন চাঁদাবাজি। পরিবহন সেক্টরে যেন চাঁদাবাজির শেষ নেই। থানার চাঁদা, ফাঁড়ির চাঁদা, ঘাট চাঁদা, স্পট চাঁদা, ক্লাব খরচা, নিরাপত্তা ফি, শ্রমিক কল্যাণ ফান্ড, মাস্তান ভাতা, নেতার সম্মানী ইত্যাদি নানা নামে বছরজুড়ে চলে চাঁদার উৎসব। রাজধানীর ফুটপাথেই কোটি কোটি টাকার চাঁদাবাজি চলে। গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম, মৌচাক-মালিবাগ, শান্তিনগরসহ আশপাশের ফুটপাথে প্রতিদিন চলে লাখ লাখ টাকার চাঁদাবাজি। শুধু রাজধানী নয়, সারা দেশ চাঁদাবাজ নামের নোংরা শকুনদের অভয়ারণ্যে পরিণত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়হীন ভূমিকার কারণে। চাঁদাবাজদের সঙ্গে রাজনৈতিক টাউটদের যোগসূত্র তাদের দৌরাত্ম্যকে অপ্রতিরোধ্য করে তুলছে। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বড় চাঁদাবাজরা গ্রেফতার কিংবা গা-ঢাকা দিলেও তৃণমূলের চাঁদাবাজরা এখনো সক্রিয়। পরিবহন চাঁদাবাজির কারণে ভোক্তাদের গড়ে ১৫ শতাংশ বেশি দামে পণ্য কিনতে হয়। চাঁদাবাজি দমনে এসব নোংরা জীবদের রাজনৈতিক কানেকশনের অবসান ঘটাতে হবে। তাদের পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যদের পৃষ্ঠপোষকতা বন্ধেও নিতে হবে উদ্যোগ। আইনশৃঙ্খলা বাহিনীকে সততার সংকট থেকে বের করে আনতে পারলে চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের ইতি ঘটানো সম্ভব।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- চাঁদপুরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ফরিদপুর-৪ আসনে বাবুলের মনোনয়ন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান
- লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের-এ্যানি
- শরীয়তপুরে তিন আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা
- আজ নিউইয়র্কে মেয়র নির্বাচন
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
- আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
- যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
বন্ধ হোক চাঁদাবাজি
কেটে যাক সততার সংকট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর