প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। বলেছেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ভাষণে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন এবং রপ্তানি শিল্পে ৫ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছেন। এ অর্থ দিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। প্রধানমন্ত্রী খাদ্য ও চিকিৎসাসামগ্রী দেশে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকায় এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ১৩ হাজার পরীক্ষা কিট মজুদ ছিল। বৃহস্পতিবার আরও ৩০ হাজার কিট দেশে পৌঁছার কথা। ঢাকায় আটটি পরীক্ষার যন্ত্র রয়েছে। দেশের অন্য সাতটি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী ভাষণে করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় সারা দেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাও উল্লেধ করেন। বলেন দুর্যোগের সময় মনুষ্যত্বের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার। আমাদের এখন কৃচ্ছ্রসাধনের সময়। যতটুকু না হলে নয় তার চেয়ে কেউ যাতে পণ্য না কেনে সে তাগিদ দেন তিনি। দৃঢ়ভাবে বলেন, বাঙালি বীরের জাতি। যেভাবে একাত্তরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর বিরুদ্ধে জয়ী হয়েছি করোনাভাইরাস মোকাবিলার যুদ্ধেও আমাদের সেভাবে জয়ী হতে হবে। তিনি সবাইকে ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও তাগিদ দিয়েছেন। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীর মনোবল বাড়াতে সহায়তা করবে। দুর্যোগ মোকাবিলায় একে অন্যের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে। সংকট মোকাবিলায় সরকার যে জনগণের পাশে আছে এ প্রত্যয় সৃষ্টি করবে; যা এ মুহূর্তে খুবই জরুরি।
শিরোনাম
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
প্রধানমন্ত্রীর ভাষণ
দুর্যোগ মোকাবিলায় সাহস জোগাবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর