প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। বলেছেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ভাষণে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন এবং রপ্তানি শিল্পে ৫ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছেন। এ অর্থ দিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। প্রধানমন্ত্রী খাদ্য ও চিকিৎসাসামগ্রী দেশে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকায় এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ১৩ হাজার পরীক্ষা কিট মজুদ ছিল। বৃহস্পতিবার আরও ৩০ হাজার কিট দেশে পৌঁছার কথা। ঢাকায় আটটি পরীক্ষার যন্ত্র রয়েছে। দেশের অন্য সাতটি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী ভাষণে করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় সারা দেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাও উল্লেধ করেন। বলেন দুর্যোগের সময় মনুষ্যত্বের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার। আমাদের এখন কৃচ্ছ্রসাধনের সময়। যতটুকু না হলে নয় তার চেয়ে কেউ যাতে পণ্য না কেনে সে তাগিদ দেন তিনি। দৃঢ়ভাবে বলেন, বাঙালি বীরের জাতি। যেভাবে একাত্তরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর বিরুদ্ধে জয়ী হয়েছি করোনাভাইরাস মোকাবিলার যুদ্ধেও আমাদের সেভাবে জয়ী হতে হবে। তিনি সবাইকে ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও তাগিদ দিয়েছেন। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীর মনোবল বাড়াতে সহায়তা করবে। দুর্যোগ মোকাবিলায় একে অন্যের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে। সংকট মোকাবিলায় সরকার যে জনগণের পাশে আছে এ প্রত্যয় সৃষ্টি করবে; যা এ মুহূর্তে খুবই জরুরি।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
প্রধানমন্ত্রীর ভাষণ
দুর্যোগ মোকাবিলায় সাহস জোগাবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর