প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানিয়েছেন। বলেছেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ভাষণে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন এবং রপ্তানি শিল্পে ৫ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছেন। এ অর্থ দিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। প্রধানমন্ত্রী খাদ্য ও চিকিৎসাসামগ্রী দেশে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকায় এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ১৩ হাজার পরীক্ষা কিট মজুদ ছিল। বৃহস্পতিবার আরও ৩০ হাজার কিট দেশে পৌঁছার কথা। ঢাকায় আটটি পরীক্ষার যন্ত্র রয়েছে। দেশের অন্য সাতটি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী ভাষণে করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় সারা দেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাও উল্লেধ করেন। বলেন দুর্যোগের সময় মনুষ্যত্বের পরীক্ষা হয়। এখনই সময় পরস্পরকে সহায়তা করার। আমাদের এখন কৃচ্ছ্রসাধনের সময়। যতটুকু না হলে নয় তার চেয়ে কেউ যাতে পণ্য না কেনে সে তাগিদ দেন তিনি। দৃঢ়ভাবে বলেন, বাঙালি বীরের জাতি। যেভাবে একাত্তরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর বিরুদ্ধে জয়ী হয়েছি করোনাভাইরাস মোকাবিলার যুদ্ধেও আমাদের সেভাবে জয়ী হতে হবে। তিনি সবাইকে ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও তাগিদ দিয়েছেন। জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ দেশবাসীর মনোবল বাড়াতে সহায়তা করবে। দুর্যোগ মোকাবিলায় একে অন্যের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে। সংকট মোকাবিলায় সরকার যে জনগণের পাশে আছে এ প্রত্যয় সৃষ্টি করবে; যা এ মুহূর্তে খুবই জরুরি।
শিরোনাম
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
প্রধানমন্ত্রীর ভাষণ
দুর্যোগ মোকাবিলায় সাহস জোগাবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর