একদিকে করোনাভাইরাস অন্যদিকে ভয়াবহ বন্যায় দেশের অর্থনীতি যখন কঠিন চ্যালেঞ্জের মুখে তখন সুখবর এসেছে রেমিট্যান্স খাত থেকে। সবারই জানা, দুনিয়াজুড়ে করোনাভাইরাসের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমবাজার। গত পাঁচ মাসে কাজ নিয়ে বিদেশে যাওয়া দূরের কথা, হাজার হাজার প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন। বিদেশে কর্মহীন বা অর্ধবেকার জীবন কাটাচ্ছেন এমন প্রবাসীর সংখ্যাও কম নয়। তার পরও জুলাইয়ে একক মাস হিসেবে প্রবাসীরা দেশে ২৫৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি কোনো মাসে পাঠানো রেমিট্যান্সের সর্বোচ্চ রেকর্ড, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। জুলাইয়ে প্রত্যাশার চেয়েও বেশি রেমিট্যান্স আসায় গত ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩ হাজার ৭২৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ১৬ হাজার ২০৪ কোটি টাকা। প্রতি বছরই দুই ঈদ উপলক্ষে পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠান প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুলাইয়ের আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল আগের মাস অর্থাৎ চলতি বছরেরই জুনে। ওই মাসে ১৮৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত অর্থবছরে মোট ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা; যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত অর্থ আসেনি। রেমিট্যান্সের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি অবশ্যই একটি সুখবর। তবে এতে উল্লসিত হওয়ার কিছু নেই। রেমিট্যান্স বেড়েছে কার্যত দুটি কারণে। প্রথমত, সরকার ব্যাংকিং খাতে যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের ২ শতাংশ হারে বোনাস দেওয়ায় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পাঠানোকে লাভজনক মনে করছেন। দ্বিতীয়ত, করোনার দুঃসময়ে প্রবাসীরা টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডির প্রতি আস্থা রাখতে পারছেন না। রেমিট্যান্স বিপুলভাবে বৃদ্ধি পাওয়ার ঘটনা প্রমাণ করেছে রেমিট্যান্স আয়ের এক বড় অংশ আসত হুন্ডির মাধ্যমে। অর্থনীতি শুধু নয়, দেশের নিরাপত্তার জন্যও যা ছিল বিপজ্জনক। অর্থনীতির স্বার্থেই এ ব্যাপারে সরকারকে চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
রেমিট্যান্স আয়ে রেকর্ড
সরকারের চোখ কান খোলা রাখতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর