প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এর সঙ্গে একসময় জড়িত ছিল নাইজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা সুসংবদ্ধ প্রতারক চক্র। তারা প্রতারণার কাজে অনেক সময় এ দেশীয় তরুণ-তরুণীদের সহযোগী হিসেবে ব্যবহার করত। এখন শুধু আফ্রিকান প্রতারক চক্র নয়, রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে দেশীয় প্রতারক চক্রের সদস্যরা। তারা লটারি ও গিফট দেওয়ার নামে পাতছে প্রতারণার ফাঁদ। এজন্য সামাজিক যোগাযোগ-মাধ্যম ও বিভিন্ন অ্যাপসকে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো সময় প্রতারক চক্র গ্রাহকের মোবাইল নম্বর ও ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য জোগাড় করে করছে প্রতারণা। এ ছাড়া অনলাইন জুয়ার বিভিন্ন সাইট ব্যবহার করেও পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। বেশির ভাগ ক্ষেত্রে এসব প্রতারণার শিকার হচ্ছে নারী ও উঠতি বয়সের ছেলেমেয়েরা। প্রতারক চক্র মূলত তিন ভাগে বিভক্ত হয়ে প্রতারণার জাল ফেলে। একটি গ্রুপ প্রথমে গ্রাহকের মোবাইল নম্বর কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য জোগাড় করে। দ্বিতীয় গ্রুপটি কাস্টমার কেয়ারের কর্মকর্তা সেজে ভিকটিমকে ফোন করে। তৃতীয় গ্রুপটি সংগ্রহ করে প্রতারণার টাকা। সামাজিক যোগাযোগমাধ্যম ও অ্যাপস ব্যবহার করে প্রতারণার অভিযোগে গত ২৬ জুলাই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ চক্রটি মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে উঠতি বয়সী তরুণ-তরুণীদের কাছ থেকে গত চার মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। চট্টগ্রাম পুলিশ করোনাকালে ত্রাণ বিতরণের নামে অর্থ সংগ্রহ এবং অন্যান্য অভিযোগেও এক প্রতারককে গ্রেফতার করেছে। প্রতিদিন ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছে একাধিক মানুষ। তবে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ খুব কমই করা হয়। জনসচেতনতার অভাবে প্রতারক চক্র ডালপালা বিস্তারের সুযোগ পাচ্ছে। আমরা আশা করব, ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর হবে। বিশেষ করে প্রতারিতরা প্রতারণার বিষয়ে যাতে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগে আগ্রহী হয় সে পরিবেশ সৃষ্টি করা হবে।
শিরোনাম
- রোনালদোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস
- মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
- সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ
- প্রথম সফরে ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল
- ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিতে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান
- পাইলটের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না: পাকিস্তান
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল
- কুমিল্লায় সেবা মূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
- ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো’ আগামী অক্টোবরে
- জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- গরমে ত্বকের যত্নে মুলতানি মাটি
- বিশ্বকে পথ দেখাল সশস্ত্র বাহিনী
- গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী
- শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস
- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র
- ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য : আলী রীয়াজ
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
ডিজিটাল প্রতারণা
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর