বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার চেষ্টা চলছে উভয় দেশের পক্ষ থেকে। বাংলাদেশ সফরে এসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশকে এশিয়ার উদীয়মান সূর্য হিসেবে অভিহিত করেছেন। বলেছেন আর সব দেশের জন্য বাংলাদেশ আজ মডেল। এশিয়া আর ইউরোপের দেশগুলোর মধ্যে তুরস্কের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ নানা খাতে তুর্কি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। তুরস্কের অনেক বড় কোম্পানি টেক্সটাইলসহ বিভিন্ন খাতে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী। নামিদামি কোম্পানিগুলোকে এ দেশে আসতে উৎসাহ দিচ্ছে তুরস্ক সরকার। আশা করা হচ্ছে, নিকট ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ২০০ কোটি ডলার হবে, যা গত বছর প্রায় ১০০ কোটি ডলার ছিল। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন বৃহৎ প্রকল্প হাতে নিচ্ছে। তুরস্কের কনস্ট্রাকশন কোম্পানিগুলো পৃথিবীর মধ্যে অন্যতম এবং চীনের পরই তুরস্কের অবস্থান। এ খাতে তুরস্ক বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগতমান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কেনার জন্য কোনো শর্ত আরোপ করা হয় না। তুর্কি মন্ত্রীর প্রত্যাশা- বাংলাদেশ এ সুবিধাগুলোর সুযোগ নেবে। প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনেও তুরস্ক রাজি। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ঐতিহ্যের অনুষঙ্গ। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশে টেক্সটাইলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য তুরস্কের শিল্পোদ্যোক্তারা এগিয়ে এলে তাতে উভয় দেশই লাভবান হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের সুবিধা দেওয়া হলে বাংলাদেশের আগ্রহ বাড়াতে সহায়তা করবে। আমাদের বিশ্বাস, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর সে দেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখবে।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক
বিকাশের সুযোগ কাজে লাগাতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর