দেশের উন্নয়নে সরকার বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে। ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ প্রবচনে উদ্বুদ্ধ হয়ে কর্মসংস্থান ও দেশের দ্রুত উন্নয়নে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা হয়েছে। গড়ে তোলা হচ্ছে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিদেশি বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সার্ভিসসহ সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে এক যুগ ধরে। রবিবার বাংলাদেশে নিযুক্ত নরওয়ে, মালয়েশিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এলে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বৃহত্তর বিনিয়োগে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেছেন। তিন বন্ধু দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশে তাদের দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তা সময়ের বিচারে খুবই প্রাসঙ্গিক। কারণ আজকের যুগ বিনিয়োগের মাধ্যমে এগিয়ে যাওয়ার। বাংলাদেশের মতো জনবহুল দেশের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্পই নেই। বাজার অর্থনীতি প্রবর্তনের আগে চীন ছিল অন্যতম দরিদ্র দেশ। চীনের রপ্তানি আয় ছিল তাদেরই বিচ্ছিন্ন ভূখ- তাইওয়ানের চেয়েও কম। কিন্তু বিদেশি বিনিয়োগের বদৌলতে চীন এখন বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশে পরিণত হতে চলেছে। উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যেতে হলে বাংলাদেশেও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার কোনো বিকল্প নেই। মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রণের ফলে রোহিঙ্গা সমস্যা আরও জটিল হয়ে পড়েছে। যদিও নতুন প্রশাসন এ সমস্যা সমাধানে আগ্রহী এমনটিই দেখাতে চাচ্ছে। তার পরও বাংলাদেশের ঘাড় থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গার স্বদেশ প্রত্যর্পণে আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে সংশ্লিষ্ট দেশগুলোর বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। রোহিঙ্গা ইস্যুতেও তা বাড়তি সমর্থন অর্জনে সহায়তা করবে আমরা এমনটিই আশা করতে চাই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ