দেশের উন্নয়নে সরকার বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে। ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ প্রবচনে উদ্বুদ্ধ হয়ে কর্মসংস্থান ও দেশের দ্রুত উন্নয়নে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করা হয়েছে। গড়ে তোলা হচ্ছে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিদেশি বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সার্ভিসসহ সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে এক যুগ ধরে। রবিবার বাংলাদেশে নিযুক্ত নরওয়ে, মালয়েশিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এলে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বৃহত্তর বিনিয়োগে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ করেছেন। তিন বন্ধু দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশে তাদের দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তা সময়ের বিচারে খুবই প্রাসঙ্গিক। কারণ আজকের যুগ বিনিয়োগের মাধ্যমে এগিয়ে যাওয়ার। বাংলাদেশের মতো জনবহুল দেশের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কোনো বিকল্পই নেই। বাজার অর্থনীতি প্রবর্তনের আগে চীন ছিল অন্যতম দরিদ্র দেশ। চীনের রপ্তানি আয় ছিল তাদেরই বিচ্ছিন্ন ভূখ- তাইওয়ানের চেয়েও কম। কিন্তু বিদেশি বিনিয়োগের বদৌলতে চীন এখন বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশে পরিণত হতে চলেছে। উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যেতে হলে বাংলাদেশেও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার কোনো বিকল্প নেই। মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রণের ফলে রোহিঙ্গা সমস্যা আরও জটিল হয়ে পড়েছে। যদিও নতুন প্রশাসন এ সমস্যা সমাধানে আগ্রহী এমনটিই দেখাতে চাচ্ছে। তার পরও বাংলাদেশের ঘাড় থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গার স্বদেশ প্রত্যর্পণে আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাদেশে সংশ্লিষ্ট দেশগুলোর বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। রোহিঙ্গা ইস্যুতেও তা বাড়তি সমর্থন অর্জনে সহায়তা করবে আমরা এমনটিই আশা করতে চাই।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
বিদেশি বিনিয়োগ
উন্নয়ন ও কর্মসংস্থানের সেরা পথ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর