বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য সাক্ষাৎ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় ধরনের করোনাভাইরাস। বিশ্বজুড়ে করোনাভাইরাসের যেসব বিপজ্জনক ভেরিয়েন্ট বা ধরন থাবা বিস্তার করেছে তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। ভারতে এখন প্রতিদিন করোনার থাবায় মারা যাচ্ছেন চার হাজারের বেশি লোক। বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত মৃত্যুর হার এর দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ করোনা শনাক্তের পর কারও মৃত্যু হলে সেটিই কেবল হিসাবের মধ্যে আসে। এটি ভারত বাংলাদেশের মতো পশ্চাৎপদ দেশের জন্য যেমন সত্যি তেমন সত্যি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে উন্নত দেশের জন্যও। বাংলাদেশে ভারতীয় ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভারত থেকে যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশে আসা আটজনের নমুনা পরীক্ষায় ছয়জনের শরীরে ভেরিয়েন্ট শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অতিদ্রুত সংক্রামক এ ভাইরাস শনাক্তে জিনোম সিকোয়েন্সিং ও সংক্রমণ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ভেরিয়েন্টটি। ভারতে প্রথম এ মিউট্যান্ট শনাক্ত হয়েছিল বলে একে ভারতীয় ভেরিয়েন্ট বলা হয়। ইতিমধ্যে প্রায় ১৭টি দেশে করোনাভাইরাসের এ ভেরিয়েন্টটি পৌঁছে গেছে, তাতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এ ভাইরাসের ভারতীয় তিনটি ভেরিয়েন্টের মধ্যে বি.১.৬১৭.২টি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শঙ্কা সৃষ্টি করেছে মহামারী রোধে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা এবং আন্তজেলা পরিবহন বন্ধ রাখার পরও তা লঙ্ঘন করে লাখ লাখ মানুষের গাদাগাদি করে বিভিন্ন পরিবহনে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার ঘটনায়। বিপদ উত্তরণে সরকারের উচিত শুধু লকডাউন ঘোষণা নয়, তার বাস্তবায়নে আরও কঠোর হওয়া, স্বাস্থ্যবিধি ভঙ্গের যে কোনো ঘটনাকে আইনের আওতায় আনা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ