বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য সাক্ষাৎ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় ধরনের করোনাভাইরাস। বিশ্বজুড়ে করোনাভাইরাসের যেসব বিপজ্জনক ভেরিয়েন্ট বা ধরন থাবা বিস্তার করেছে তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। ভারতে এখন প্রতিদিন করোনার থাবায় মারা যাচ্ছেন চার হাজারের বেশি লোক। বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত মৃত্যুর হার এর দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ করোনা শনাক্তের পর কারও মৃত্যু হলে সেটিই কেবল হিসাবের মধ্যে আসে। এটি ভারত বাংলাদেশের মতো পশ্চাৎপদ দেশের জন্য যেমন সত্যি তেমন সত্যি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে উন্নত দেশের জন্যও। বাংলাদেশে ভারতীয় ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভারত থেকে যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশে আসা আটজনের নমুনা পরীক্ষায় ছয়জনের শরীরে ভেরিয়েন্ট শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অতিদ্রুত সংক্রামক এ ভাইরাস শনাক্তে জিনোম সিকোয়েন্সিং ও সংক্রমণ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ভেরিয়েন্টটি। ভারতে প্রথম এ মিউট্যান্ট শনাক্ত হয়েছিল বলে একে ভারতীয় ভেরিয়েন্ট বলা হয়। ইতিমধ্যে প্রায় ১৭টি দেশে করোনাভাইরাসের এ ভেরিয়েন্টটি পৌঁছে গেছে, তাতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এ ভাইরাসের ভারতীয় তিনটি ভেরিয়েন্টের মধ্যে বি.১.৬১৭.২টি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শঙ্কা সৃষ্টি করেছে মহামারী রোধে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা এবং আন্তজেলা পরিবহন বন্ধ রাখার পরও তা লঙ্ঘন করে লাখ লাখ মানুষের গাদাগাদি করে বিভিন্ন পরিবহনে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার ঘটনায়। বিপদ উত্তরণে সরকারের উচিত শুধু লকডাউন ঘোষণা নয়, তার বাস্তবায়নে আরও কঠোর হওয়া, স্বাস্থ্যবিধি ভঙ্গের যে কোনো ঘটনাকে আইনের আওতায় আনা।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
করোনার বিপজ্জনক গোত্র
স্বাস্থ্যবিধি মান্যতায় কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর