বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য সাক্ষাৎ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে ভারতীয় ধরনের করোনাভাইরাস। বিশ্বজুড়ে করোনাভাইরাসের যেসব বিপজ্জনক ভেরিয়েন্ট বা ধরন থাবা বিস্তার করেছে তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ। ভারতে এখন প্রতিদিন করোনার থাবায় মারা যাচ্ছেন চার হাজারের বেশি লোক। বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত মৃত্যুর হার এর দ্বিগুণ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ করোনা শনাক্তের পর কারও মৃত্যু হলে সেটিই কেবল হিসাবের মধ্যে আসে। এটি ভারত বাংলাদেশের মতো পশ্চাৎপদ দেশের জন্য যেমন সত্যি তেমন সত্যি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে উন্নত দেশের জন্যও। বাংলাদেশে ভারতীয় ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভারত থেকে যশোরের বেনাপোল দিয়ে বাংলাদেশে আসা আটজনের নমুনা পরীক্ষায় ছয়জনের শরীরে ভেরিয়েন্ট শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অতিদ্রুত সংক্রামক এ ভাইরাস শনাক্তে জিনোম সিকোয়েন্সিং ও সংক্রমণ ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে বি.১.৬১৭। মিউটেশনের কারণে এর তিনটি সাব টাইপ পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে পাওয়া গেছে বি.১.৬১৭.২ ভেরিয়েন্টটি। ভারতে প্রথম এ মিউট্যান্ট শনাক্ত হয়েছিল বলে একে ভারতীয় ভেরিয়েন্ট বলা হয়। ইতিমধ্যে প্রায় ১৭টি দেশে করোনাভাইরাসের এ ভেরিয়েন্টটি পৌঁছে গেছে, তাতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এ ভাইরাসের ভারতীয় তিনটি ভেরিয়েন্টের মধ্যে বি.১.৬১৭.২টি অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শঙ্কা সৃষ্টি করেছে মহামারী রোধে সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা এবং আন্তজেলা পরিবহন বন্ধ রাখার পরও তা লঙ্ঘন করে লাখ লাখ মানুষের গাদাগাদি করে বিভিন্ন পরিবহনে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার ঘটনায়। বিপদ উত্তরণে সরকারের উচিত শুধু লকডাউন ঘোষণা নয়, তার বাস্তবায়নে আরও কঠোর হওয়া, স্বাস্থ্যবিধি ভঙ্গের যে কোনো ঘটনাকে আইনের আওতায় আনা।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে