বায়োমেট্রিক হলো মানুষের অপরিবর্তনীয় দৈহিক বা আচরণের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে তার পরিচিতি নির্ধারণ পদ্ধতি। আঙুল, হাত, পা, মুখ, চোখ, কান, দাঁত, রগ, স্বর, স্বাক্ষর, চলাফেরা এ বৈশিষ্ট্যগুলোর অন্তর্ভুক্ত। তবে আঙুলের ছাপ, চোখ এবং মুখের অবয়বকে বিশেষভাবে ব্যবহার করা হয়। বিশ্বের সরকারগুলো বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতির প্রলোভনে পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে আধুনিক রাষ্ট্রগুলোয় এ পদ্ধতি হয়তো অনিবার্য। বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতিগুলো মানুষের পরিচয় যাচাইয়ের জন্য তাদের আঙুলের বা হাতের ছাপ, মুখমন্ডল, কণ্ঠস্বর, কনীনিকা, শিরার মানচিত্র এমনকি মস্তিষ্কের তরঙ্গগুলো ব্যবহার করে। পাসপোর্ট ও ভিসা যাচাই এবং নিরাপত্তার হুমকি শনাক্ত করতে বিভিন্ন দেশ এ প্রযুক্তির প্রয়োগ ঘটাচ্ছে। প্রকৃত আসামি শনাক্ত করতে দেশের সব কারাগার ও থানায় ক্রমান্বয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনটি নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে। সেগুলো হলো- বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সব থানায় আসামির হাতের আঙুল ও তালুর ছাপ, চোখের মণি, বায়োমেট্রিক পদ্ধতির প্রচলন। গ্রেফতারের পর আসামির সম্পূর্ণ মুখের ছবি ধারণ ও কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষণ এবং দেশের সব কারাগারে আঙুল ও হাতের তালুর ছাপ, চোখের মণি সংরক্ষণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ সিস্টেম চালু করা। তবে এ প্রযুক্তিগুলোর ঝুঁকির বিষয়টি কারোরই ছোট করে দেখা উচিত হবে না। আঙুল বা চোখের মণির ছাপ নেওয়ার সময় ত্রুটিপূর্ণ হলে ভবিষ্যতে যাচাইয়ের সময় এসব ছাপ মেলে না। এ ছাড়া দৈনিক মজুরির ভিত্তিতে যেসব শ্রমিক কাজ করেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের আঙুলের ছাপ পরিবর্তিত হতে পারে। তখন রেকর্ড করা ছাপের সঙ্গে মিল পাওয়া যায় না। তার পরও প্রশংসনীয় এ উদ্যোগ যেন সুচারুভাবে বাস্তবায়ন হয় সেদিকে নজর রাখতে হবে।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
বায়োমেট্রিক পদ্ধতি চালু
প্রশংসনীয় উদ্যোগ সুচারুরূপে বাস্তবায়ন হোক
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর