বায়োমেট্রিক হলো মানুষের অপরিবর্তনীয় দৈহিক বা আচরণের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে তার পরিচিতি নির্ধারণ পদ্ধতি। আঙুল, হাত, পা, মুখ, চোখ, কান, দাঁত, রগ, স্বর, স্বাক্ষর, চলাফেরা এ বৈশিষ্ট্যগুলোর অন্তর্ভুক্ত। তবে আঙুলের ছাপ, চোখ এবং মুখের অবয়বকে বিশেষভাবে ব্যবহার করা হয়। বিশ্বের সরকারগুলো বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতির প্রলোভনে পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে আধুনিক রাষ্ট্রগুলোয় এ পদ্ধতি হয়তো অনিবার্য। বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতিগুলো মানুষের পরিচয় যাচাইয়ের জন্য তাদের আঙুলের বা হাতের ছাপ, মুখমন্ডল, কণ্ঠস্বর, কনীনিকা, শিরার মানচিত্র এমনকি মস্তিষ্কের তরঙ্গগুলো ব্যবহার করে। পাসপোর্ট ও ভিসা যাচাই এবং নিরাপত্তার হুমকি শনাক্ত করতে বিভিন্ন দেশ এ প্রযুক্তির প্রয়োগ ঘটাচ্ছে। প্রকৃত আসামি শনাক্ত করতে দেশের সব কারাগার ও থানায় ক্রমান্বয়ে বায়োমেট্রিক পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনটি নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে। সেগুলো হলো- বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সব থানায় আসামির হাতের আঙুল ও তালুর ছাপ, চোখের মণি, বায়োমেট্রিক পদ্ধতির প্রচলন। গ্রেফতারের পর আসামির সম্পূর্ণ মুখের ছবি ধারণ ও কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষণ এবং দেশের সব কারাগারে আঙুল ও হাতের তালুর ছাপ, চোখের মণি সংরক্ষণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ সিস্টেম চালু করা। তবে এ প্রযুক্তিগুলোর ঝুঁকির বিষয়টি কারোরই ছোট করে দেখা উচিত হবে না। আঙুল বা চোখের মণির ছাপ নেওয়ার সময় ত্রুটিপূর্ণ হলে ভবিষ্যতে যাচাইয়ের সময় এসব ছাপ মেলে না। এ ছাড়া দৈনিক মজুরির ভিত্তিতে যেসব শ্রমিক কাজ করেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের আঙুলের ছাপ পরিবর্তিত হতে পারে। তখন রেকর্ড করা ছাপের সঙ্গে মিল পাওয়া যায় না। তার পরও প্রশংসনীয় এ উদ্যোগ যেন সুচারুভাবে বাস্তবায়ন হয় সেদিকে নজর রাখতে হবে।
শিরোনাম
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত