গ্যাস সংকটে দেশের শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে হাহাকার চলছে। দীর্ঘদিন লোডশেডিংয়ের উৎপাত দেখা না গেলেও বেড়েছে সে জ্বালাতন। বিশেষ করে শিল্প এলাকা কালিয়াকৈরে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কালিয়াকৈর শিল্পাঞ্চলে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের রপ্তানিমুখী শিল্পকারখানা। এ এলাকার ওষুধ, জুতা, কোমল পানীয়, জুট, স্পিনিং, সোয়েটার ও গার্মেন্ট কারখানা বিদ্যুৎ ও গ্যাসের ওপর শতভাগ নির্ভরশীল। কারখানায় চাহিদামতো তিতাস গ্যাসের সরবরাহ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্তমানে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত এবং সাভারের ইপিজেড এলাকায়ও তিতাস গ্যাসের চাপ কম। কারখানাগুলোয় সকাল ১০টায় গ্যাসের চাপ কমতে শুরু করে। এ অবস্থা বিকাল ৪টা পর্যন্ত চলে। গ্যাসের চাপ কমার সঙ্গে সঙ্গে কারখানার গ্যাসচালিত জেনারেটর বন্ধ হয়ে যায়। ফলে বেশির ভাগ মেশিন বন্ধ রেখে কিছু কিছু মেশিন চালু রাখতে হচ্ছে। এতে কারখানার উৎপাদন বিঘিœত হচ্ছে, সময়মতো পণ্য সরবরাহ করা যাচ্ছে না। পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, কালিয়াকৈরে ৩ শতাধিক শিল্পকারখানার মধ্যে পোশাক কারখানা বেশি। ফলে কালিয়াকৈরের পোশাকশিল্পে গ্যাসের জন্য উৎপাদন বিঘিœত হলে পুরো রপ্তানি খাতই ভুগবে। গ্যাস সংকটে দেশের গ্যাসনির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনও বিঘিœত হচ্ছে। দেশে গ্যাসের চাহিদা ব্যাপক হারে বাড়ছে। কিন্তু মজুদ গ্যাস শেষ হওয়ার পথে। নতুন কয়েকটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলেও উৎপাদনে যেতে সময় লাগবে। চাহিদা মেটাতে তরলীকৃত গ্যাস আমদানি করে ভর্তুকি দামে সরবরাহ করছে সরকার। দেশে গত এক যুগে বিদ্যুৎ উৎপাদন কয়েক গুণ বাড়লেও চাহিদা বেড়েছে তারও বেশি। শিল্পকারখানায় বিদ্যুৎ না থাকলে গ্যাস জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখা হয়। জ্বালানি সংকটের অবসানে সরকারকে আরও তৎপর হতে হবে। কোনো অবস্থায় যাতে শিল্পোৎপাদন ব্যাহত না হয় সে উদ্যোগও নিতে হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
গ্যাস সংকট
শিল্পোৎপাদনের জন্য অশনিসংকেত
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর