বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ডের বিধানসংবলিত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৭৭ সালে জারি হয় এ-সংক্রান্ত অর্ডিন্যান্স। হাই কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রুল বেইজড আইন হিসেবে তা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। খসড়ায় কমপক্ষে ছয় সদস্য নিয়ে পিএসসি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোনো অবস্থায় এর সদস্য সংখ্যা ১৫ জনের বেশি হবে না। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছেন, প্রশ্নফাঁসের জন্য খসড়া আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ডের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছর কারাদন্ড বা অর্থদন্ডে দন্ডিত হবে। উত্তরপত্রের জালিয়াতিতে যারা জড়িত তাদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন বা অন্য কোনো ব্যক্তিকে অসদুপায়ে সহযোগিতা করলে তিনিও সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদন্ড এবং অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে বাধা দিলেও শাস্তি পেতে হবে। পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িতরা অপরাধ করলেও শাস্তি পেতে হবে। দুনিয়ার সব দেশের মতো বাংলাদেশেও সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে। কিন্তু সরকারি অফিসগুলোয় সেই ট্যাক্সদাতারাই সিংহভাগ ক্ষেত্রে উৎকোচ ছাড়া কোনো সেবা পান না। এজন্য দায়ী উৎকোচের মাধ্যমে কর্মী নিয়োগের ঘটনা। ১০ লাখের নিচে এ দেশে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ হয় না- এ বিষয়টি ওপেন সিক্রেট। পিএসসি পরীক্ষার মাধ্যমে যে কোনো স্তরের কর্মী নিয়োগ হলে সে মহাদুর্নীতিতে লাগাম টেনে ধরা সম্ভব হবে। আমরা এ কলামে বারবার এ প্রস্তাবই দিয়ে আসছি। সাধারণ মানুষের ভালো চাইলে সরকার এ বিষয়ে নজর দেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- তিতাসে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
- ফ্রান্সে ইলন মাস্কের এক্সের বিরুদ্ধে তদন্ত শুরু
- ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ঘেনা গ্রেফতার
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
পিএসসি আইন
দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর