বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ডের বিধানসংবলিত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৭৭ সালে জারি হয় এ-সংক্রান্ত অর্ডিন্যান্স। হাই কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রুল বেইজড আইন হিসেবে তা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। খসড়ায় কমপক্ষে ছয় সদস্য নিয়ে পিএসসি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোনো অবস্থায় এর সদস্য সংখ্যা ১৫ জনের বেশি হবে না। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছেন, প্রশ্নফাঁসের জন্য খসড়া আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ডের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছর কারাদন্ড বা অর্থদন্ডে দন্ডিত হবে। উত্তরপত্রের জালিয়াতিতে যারা জড়িত তাদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন বা অন্য কোনো ব্যক্তিকে অসদুপায়ে সহযোগিতা করলে তিনিও সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদন্ড এবং অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে বাধা দিলেও শাস্তি পেতে হবে। পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িতরা অপরাধ করলেও শাস্তি পেতে হবে। দুনিয়ার সব দেশের মতো বাংলাদেশেও সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে। কিন্তু সরকারি অফিসগুলোয় সেই ট্যাক্সদাতারাই সিংহভাগ ক্ষেত্রে উৎকোচ ছাড়া কোনো সেবা পান না। এজন্য দায়ী উৎকোচের মাধ্যমে কর্মী নিয়োগের ঘটনা। ১০ লাখের নিচে এ দেশে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ হয় না- এ বিষয়টি ওপেন সিক্রেট। পিএসসি পরীক্ষার মাধ্যমে যে কোনো স্তরের কর্মী নিয়োগ হলে সে মহাদুর্নীতিতে লাগাম টেনে ধরা সম্ভব হবে। আমরা এ কলামে বারবার এ প্রস্তাবই দিয়ে আসছি। সাধারণ মানুষের ভালো চাইলে সরকার এ বিষয়ে নজর দেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে