বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ডের বিধানসংবলিত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৯৭৭ সালে জারি হয় এ-সংক্রান্ত অর্ডিন্যান্স। হাই কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রুল বেইজড আইন হিসেবে তা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। খসড়ায় কমপক্ষে ছয় সদস্য নিয়ে পিএসসি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে কোনো অবস্থায় এর সদস্য সংখ্যা ১৫ জনের বেশি হবে না। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেছেন, প্রশ্নফাঁসের জন্য খসড়া আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদন্ডের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছর কারাদন্ড বা অর্থদন্ডে দন্ডিত হবে। উত্তরপত্রের জালিয়াতিতে যারা জড়িত তাদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন বা অন্য কোনো ব্যক্তিকে অসদুপায়ে সহযোগিতা করলে তিনিও সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদন্ড এবং অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে বাধা দিলেও শাস্তি পেতে হবে। পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িতরা অপরাধ করলেও শাস্তি পেতে হবে। দুনিয়ার সব দেশের মতো বাংলাদেশেও সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকা থেকে। কিন্তু সরকারি অফিসগুলোয় সেই ট্যাক্সদাতারাই সিংহভাগ ক্ষেত্রে উৎকোচ ছাড়া কোনো সেবা পান না। এজন্য দায়ী উৎকোচের মাধ্যমে কর্মী নিয়োগের ঘটনা। ১০ লাখের নিচে এ দেশে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ হয় না- এ বিষয়টি ওপেন সিক্রেট। পিএসসি পরীক্ষার মাধ্যমে যে কোনো স্তরের কর্মী নিয়োগ হলে সে মহাদুর্নীতিতে লাগাম টেনে ধরা সম্ভব হবে। আমরা এ কলামে বারবার এ প্রস্তাবই দিয়ে আসছি। সাধারণ মানুষের ভালো চাইলে সরকার এ বিষয়ে নজর দেবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা