নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জমে উঠেছে প্রচার-প্রচারণায়। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের দিকে রাজধানীর পড়শি এই বন্দর ও শিল্পনগর শুধু নয়, তাকিয়ে আছে সারা দেশের মানুষ। নির্বাচন কমিশনের ওপর দেশবাসীর আস্থা ক্রমাগতভাবে কমলেও নারায়ণগঞ্জের বিগত সিটি নির্বাচনগুলোয় তার ছাপ পড়েনি। দেশে যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব তা নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে এযাবৎ প্রমাণিত হয়েছে। সে ধারাবাহিকতা বজায় রাখার কঠিন পরীক্ষা হবে আগামী রবিবারের নির্বাচনে। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। টানা গণসংযোগে থাকা আওয়ামী লীগের নৌকা মার্কার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে। বলেছেন, সুন্দর নির্বাচন হয়েছিল বলেই আগেরবার জিতেছিলাম। একই দিন বর্ণাঢ্য র্যালি করা হাতি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার মেট্রো হল মোড়ে বলেছেন, পুলিশ ও প্রশাসনের কাছে অনুরোধ- আপনারা নিরপেক্ষ থাকুন। আশা করি নির্বাচন কমিশন জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে প্রশাসনকে নির্দেশ দেবে। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করেছেন। তীব্র শীতের মধ্যেও নির্বাচনী উত্তাপ অনুভূত হয়েছে নারায়ণগঞ্জ মহানগরের সর্বত্র। মেয়র পদের দুই প্রার্থী জনবান্ধব রাজনীতিক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। নির্বাচনে তাঁরা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি থেকে নিজেদের মুক্ত রেখে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট করেছেন। আমরা চাই নির্বাচনব্যবস্থার ওপর দেশের মানুষের আস্থা ফেরাতে নারায়ণগঞ্জে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও প্রশাসন সদিচ্ছার পরিচয় দেবে। ব্যক্তি বা দল নয়, গণইচ্ছা ও গণতন্ত্রের জয় হবে। নারায়ণগঞ্জের সিটি নির্বাচন হোক সবার জন্য অনুকরণীয়।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা