নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জমে উঠেছে প্রচার-প্রচারণায়। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের দিকে রাজধানীর পড়শি এই বন্দর ও শিল্পনগর শুধু নয়, তাকিয়ে আছে সারা দেশের মানুষ। নির্বাচন কমিশনের ওপর দেশবাসীর আস্থা ক্রমাগতভাবে কমলেও নারায়ণগঞ্জের বিগত সিটি নির্বাচনগুলোয় তার ছাপ পড়েনি। দেশে যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব তা নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে এযাবৎ প্রমাণিত হয়েছে। সে ধারাবাহিকতা বজায় রাখার কঠিন পরীক্ষা হবে আগামী রবিবারের নির্বাচনে। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। টানা গণসংযোগে থাকা আওয়ামী লীগের নৌকা মার্কার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে। বলেছেন, সুন্দর নির্বাচন হয়েছিল বলেই আগেরবার জিতেছিলাম। একই দিন বর্ণাঢ্য র্যালি করা হাতি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার মেট্রো হল মোড়ে বলেছেন, পুলিশ ও প্রশাসনের কাছে অনুরোধ- আপনারা নিরপেক্ষ থাকুন। আশা করি নির্বাচন কমিশন জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে প্রশাসনকে নির্দেশ দেবে। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোনো ইঞ্জিনিয়ারিং না হয়। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাও করেছেন। তীব্র শীতের মধ্যেও নির্বাচনী উত্তাপ অনুভূত হয়েছে নারায়ণগঞ্জ মহানগরের সর্বত্র। মেয়র পদের দুই প্রার্থী জনবান্ধব রাজনীতিক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। নির্বাচনে তাঁরা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি থেকে নিজেদের মুক্ত রেখে গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের বিষয়টি স্পষ্ট করেছেন। আমরা চাই নির্বাচনব্যবস্থার ওপর দেশের মানুষের আস্থা ফেরাতে নারায়ণগঞ্জে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও প্রশাসন সদিচ্ছার পরিচয় দেবে। ব্যক্তি বা দল নয়, গণইচ্ছা ও গণতন্ত্রের জয় হবে। নারায়ণগঞ্জের সিটি নির্বাচন হোক সবার জন্য অনুকরণীয়।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি