রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

চারদিকে প্রশংসা

সাহসী সিদ্ধান্তের প্রতীক পদ্মা সেতু

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের প্রশংসায় এখন সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের শুভমুহূর্তে বাংলাদেশকে অভিনন্দন জানানো হয়েছে। বলা হয়েছে, এ সেতু দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ স্থাপনে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ। মানুষ ও পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেছেন, পদ্মা সেতু বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করবে। এ সেতু বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং সব বাংলাদেশির জন্য গর্বের। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশকে তাঁর দেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। পদ্মা সেতুকে সাহস, সংকল্প এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে অভিহিত করেছেন। স্বল্পোন্নত দেশ বাংলাদেশ এমন সেতু নির্মাণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তার পরও বাংলাদেশের মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে শতভাগ নির্মিত হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সিদ্ধান্তকে অবিচলভাবে সমর্থন করেছে ভারত। পদ্মা সেতু ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাই উন্নত করবে না, পাশাপাশি ভারত ও বাংলাদেশের সংযোগও নিবিড় করবে। এর আগে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের পক্ষ থেকেও জানানো হয়েছে অভিনন্দন। বাংলাদেশের সক্ষমতায় প্রশংসা করা হয়েছে ঘনিষ্ঠ বন্ধু দেশগুলোর পক্ষ থেকেও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর