নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের প্রশংসায় এখন সারা বিশ্ব। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধনের শুভমুহূর্তে বাংলাদেশকে অভিনন্দন জানানো হয়েছে। বলা হয়েছে, এ সেতু দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ স্থাপনে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ। মানুষ ও পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেছেন, পদ্মা সেতু বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করবে। এ সেতু বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এবং সব বাংলাদেশির জন্য গর্বের। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশকে তাঁর দেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। পদ্মা সেতুকে সাহস, সংকল্প এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে অভিহিত করেছেন। স্বল্পোন্নত দেশ বাংলাদেশ এমন সেতু নির্মাণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তার পরও বাংলাদেশের মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে শতভাগ নির্মিত হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সিদ্ধান্তকে অবিচলভাবে সমর্থন করেছে ভারত। পদ্মা সেতু ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাই উন্নত করবে না, পাশাপাশি ভারত ও বাংলাদেশের সংযোগও নিবিড় করবে। এর আগে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের পক্ষ থেকেও জানানো হয়েছে অভিনন্দন। বাংলাদেশের সক্ষমতায় প্রশংসা করা হয়েছে ঘনিষ্ঠ বন্ধু দেশগুলোর পক্ষ থেকেও।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
চারদিকে প্রশংসা
সাহসী সিদ্ধান্তের প্রতীক পদ্মা সেতু
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর