জাল নোট দেশের অর্থনীতির ওপর এক সাক্ষাৎ বিপদ। এ কথা ঠিক, দুনিয়ার সব দেশেই টাকা জালের সঙ্গে যুক্ত অপরাধীরা সক্রিয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো উন্নত দেশেও এটি এক সমস্যা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অনেক দেশের মতো বাংলাদেশেও জাল টাকার সুসংবদ্ধ চক্র সক্রিয়। এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি অপরাধীরা জড়িত বলে সন্দেহ করা হয়। পাকিস্তান থেকে এক সময় জাল টাকা আসত বাংলাদেশে। এমনকি ভারতীয় জাল রুপি তৈরি করে তা বিভিন্ন পণ্যের আড়ালে বাংলাদেশে এনে তারপর সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এ ধরনের পাচার হ্রাস পেলেও একেবারে বন্ধ হয়েছে কি না নিশ্চিত হওয়ার উপায় নেই। দেশে জাল নোট তৈরির অনেক চক্র সক্রিয়। বুধবার রাতে হুমায়ুন কবির নামে পুলিশের এক চাকরিচ্যুত সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে জাল নোট তৈরির সুনির্দিষ্ট অভিযোগে। ডিবি পুলিশ মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকার ৪ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬ লাখ টাকা মূল্যমানের জাল নোট, একটি ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেশন মেশিন, পেস্টিং গামের কৌটা, তিনটি টাকা তৈরির ডাইস, দুই বান্ডিল ফয়েল পেপার, দুই প্যাকেট টাকা তৈরির কাগজ ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এ অবৈধ কাজে তিনি চাকরিচ্যুত হয়েছেন কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘এক সময় তিনি পুলিশে চাকরি করতেন। এখন জাল টাকা তৈরি করছেন। তাই বলে গোয়েন্দা পুলিশ তাকে ছাড় দিচ্ছে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অবৈধভাবে কেউ বড়লোক হতে চাইলে তাকেও আইনের আওতায় আনা হবে।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন জানিয়েছেন, তারা জাল টাকা পাচারও করতেন। বিপুল পরিমাণ জাল নোট এবং তা তৈরির উপকরণসহ পুলিশের এক চাকরিচ্যুত কর্মকর্তাকে আটক করেছে। খবরটি নিঃসন্দেহে উদ্বেগজনক। জাল নোটের বিরুদ্ধে আইনগত দুর্বলতায় এর সঙ্গে জড়িতরা সহজেই ছাড়া পেয়ে যান। আমরা এ কলামে এ বিষয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে কর্তাব্যক্তিদের সম্বিত ফিরে আসবে- আমরা সে আশাই করতে চাই।
শিরোনাম
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
জাল নোট
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হোন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর