রাজধানীর বেশ কিছু এলাকায় পানির সংকটে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। লোডশেডিংয়ের কারণে দেখা দিয়েছে এ সংকট। মহাখালীর মধ্যপাড়া, দক্ষিণখান, হাজারীবাড়ী, কুড়িল, নুরের চালা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডায় তীব্র পানি সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কোথাও ১৫ দিন, কোথাও ১৯ দিনেও মিলছে না পর্যাপ্ত পানি। পানির জন্য রাস্তায় নেমেছে মানুষ। আন্দোলন করে, ওয়াসা অফিসে ধরনা দিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। ঢাকা ওয়াসার কর্তাব্যক্তিদের স্বীকারোক্তি, লোডশেডিংয়ের কারণে পানি উৎপাদনে সমস্যা হচ্ছে। ঢাকা ওয়াসায় প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার লিটার পানি উৎপাদন হয়। কিন্তু লোডশেডিং হলে উৎপাদনে ঘাটতি হয়। ৪-৫ ঘণ্টা পাম্প চলার পর লোডশেডিং হচ্ছে। ফলে পাম্প চালাতে পারছেন না ওয়াসা কর্মীরা। এ কারণে বেশ কিছু এলাকায় ঘাটতি দেখা দিয়েছে। জেনারেটর দিয়ে পাম্প চালিয়ে সংকট সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কোরবানির ঈদের পর এ সমস্যা শুরু হলেও সম্প্রতি এলাকাভিত্তিক লোডশেডিংয়ে পরিস্থিতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। পানি কিনে চলছে রান্না, খাওয়া। পানির জন্য ছুটতে হচ্ছে অন্য এলাকায় আত্মীয়স্বজনের বাসায়। রাজধানীর যেসব এলাকায় পানির সংকট দেখা দিয়েছে সেসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, শেষ শ্রাবণের ভ্যাপসা গরমে পানির অভাবে তাদের জীবন অতিষ্ঠ। ওয়াসার পাইপলাইনে যে পানি আসছে তা দৈনন্দিন কাজ দূরের কথা, টয়লেটে ব্যবহারের জন্যও যথেষ্ট নয়। ভোগান্তির শিকার এলাকাগুলোয় পানি কিনতে গিয়ে গরিব মানুষের জীবন আরও অতিষ্ঠ হয়ে উঠছে। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় জ্বালানি খাতের খরচ সাশ্রয় করতে লোডশেডিং দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি তেলের দাম বিপুলভাবে বেড়ে গেলেও বৈশ্বিক বাস্তবতার কথা ভেবে মানুষ মেনে নিচ্ছে। কিন্তু পানির অপর নাম যেহেতু জীবন সেহেতু পানি সংকট ভুক্তভোগীদের অসহিষ্ণু করে তুলছে। এ সমস্যার সমাধানে ওয়াসাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো হেলাফেলা উচিত নয়।
শিরোনাম
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
রাজধানীতে পানি সংকট
সমাধানে হেলাফেলা কাম্য নয়
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর