রোহিঙ্গাদের ফেরত যেতেই হবে। বাংলাদেশ কখনই এদের ভার চিরদিনের জন্য বহন করবে না। এদের ফেরত দেওয়ার জন্য অবশ্যই জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এটা শুধু মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে করলে হবে না, চীনসহ আসিয়ানভুক্ত দেশের সরকারগুলোকে সঙ্গে নিয়ে সম্মিলিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান বের করতে হবে। গত বছরের ২৭ সেপ্টেম্ব^র রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহকে হত্যার পর থেকেই জল্পনা চলছিল, এর পেছনে মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মি বা আরসা জড়িত। সরকার বিভিন্ন সময় বলে আসছিল বাংলাদেশে আরসার কোনো তৎপরতা নেই। কিন্তু কোনো না কোনোভাবে যে তারা বাংলাদেশে সক্রিয় আছে এবং বিপদ ঘটানোর সামর্থ্যও রাখে তার প্রমাণ মিলেছে মুহিব্বুল্লাহ হত্যাকান্ডের মধ্য দিয়ে। গত পাঁচ বছরে ১২৩ জনকে হত্যা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সামরিক বাহিনীর চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হলে বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। ২০১৭ সালের আগস্টে বাংলাদেশে ব্যাপক মাত্রায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের আগেও বিভিন্ন সময় অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গার চাপ বাংলাদেশকে নিতে হচ্ছে। রোহিঙ্গা শিবিরগুলোর কারণে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা সমস্যা বাংলাদেশকে বয়ে বেড়াতে হচ্ছে। এখন এসব শিবিরকে কেন্দ্র করে যদি সহিংসতা বা সশস্ত্র তৎপরতা ঘটে, তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করবে। আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট ইস্যু আরও জোরদারভাবে তুলতে হবে। রোহিঙ্গা ইস্যুতে জনমত তৈরির বিষয়ে জোর দেওয়ার প্রয়োজন আছে। আমরা মনে করি রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে আরসার তৎপরতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ জোরদার করতে হবে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
রোহিঙ্গা সংকট
আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে
প্রিন্ট ভার্সন
