রোহিঙ্গাদের ফেরত যেতেই হবে। বাংলাদেশ কখনই এদের ভার চিরদিনের জন্য বহন করবে না। এদের ফেরত দেওয়ার জন্য অবশ্যই জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এটা শুধু মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে করলে হবে না, চীনসহ আসিয়ানভুক্ত দেশের সরকারগুলোকে সঙ্গে নিয়ে সম্মিলিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান বের করতে হবে। গত বছরের ২৭ সেপ্টেম্ব^র রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহকে হত্যার পর থেকেই জল্পনা চলছিল, এর পেছনে মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মি বা আরসা জড়িত। সরকার বিভিন্ন সময় বলে আসছিল বাংলাদেশে আরসার কোনো তৎপরতা নেই। কিন্তু কোনো না কোনোভাবে যে তারা বাংলাদেশে সক্রিয় আছে এবং বিপদ ঘটানোর সামর্থ্যও রাখে তার প্রমাণ মিলেছে মুহিব্বুল্লাহ হত্যাকান্ডের মধ্য দিয়ে। গত পাঁচ বছরে ১২৩ জনকে হত্যা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সামরিক বাহিনীর চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হলে বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। ২০১৭ সালের আগস্টে বাংলাদেশে ব্যাপক মাত্রায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের আগেও বিভিন্ন সময় অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গার চাপ বাংলাদেশকে নিতে হচ্ছে। রোহিঙ্গা শিবিরগুলোর কারণে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা সমস্যা বাংলাদেশকে বয়ে বেড়াতে হচ্ছে। এখন এসব শিবিরকে কেন্দ্র করে যদি সহিংসতা বা সশস্ত্র তৎপরতা ঘটে, তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করবে। আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট ইস্যু আরও জোরদারভাবে তুলতে হবে। রোহিঙ্গা ইস্যুতে জনমত তৈরির বিষয়ে জোর দেওয়ার প্রয়োজন আছে। আমরা মনে করি রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে আরসার তৎপরতার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ জোরদার করতে হবে।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা সংকট
আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর