রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
ইতিহাস

মাসুম খান কাবুলি

মাসুম খান কাবুলি  আফগান দলপতি এবং সম্রাট আকবরের বিরুদ্ধে বাংলা ও বিহারে মুঘল সেনা কর্মকর্তাদের বিদ্রোহের নেতা। তিনি ছিলেন খোরাসানের অন্তর্গত তুবরাতের সাইয়িদ বংশীয় এক অভিজাত পরিবারের সন্তান ও সম্রাট আকবরের অনুজ মির্জা মুহম্মদ হাকিমের দুধভাই। তাঁর পুরো নাম আবুল ফতেহ মুহম্মদ মাসুম খান। তবে মাসুম খান কাবুলি নামেই সমধিক পরিচিত। কাবুলের শাসনকর্তা মির্জা হাকিমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুম খান। বদখ্শানের শাসনকর্তা সুলায়মান মির্জা ১৫৬৬ খ্রিস্টাব্দে কাবুলে অভিযান করে রাজধানী অবরোধ করলে মির্জা হাকিম রাজধানী রক্ষার দায়িত্ব মাসুম খানের ওপর ন্যস্ত করে কাবুলের দক্ষিণে গরবন্দ এলাকায় আশ্রয় নেন। মাসুম খান সুলায়মান মির্জাকে পরাজিত ও বিতাড়িত করেন। কিন্তু পরবর্তী সময়ে মির্জা হাকিমের সঙ্গে মাসুম খানের সম্পর্কের অবনতি ঘটে। মির্জা হাকিমের ভগ্নিপতি খাজা হাসান নকশবন্দির সঙ্গে মাসুম খানের কোনো এক বিবাদে মির্জা হাকিম খাজা হাসানের প্রতি অন্যায় আনুকূল্য প্রদর্শন করায় মাসুম খান শাহি দরবারে তাঁর অবস্থান সম্পর্কে সন্দিহান ও শঙ্কিত হয়ে পড়েন। ১৫৭৯ খ্রিস্টাব্দের কোনো একসময় তিনি মির্জা হাকিমকে ত্যাগ করে সম্রাট আকবরের দরবারে হাজির হন। সম্রাট তাঁকে ৫০০ সওয়ারি মনসবদার নিয়োগ করে পাটনায় জায়গির প্রদান করেন। সুলায়মান কররানির সেনাপতি কালাপাহাড়ের বিরুদ্ধে এক যুদ্ধে জয়লাভের পর সম্রাট তাঁকে ১ হাজার সওয়ারি মনসব পদে উন্নীত করেন।           ॥

জাফর খান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর