বাংলাদেশ থেকে চলতি বছর এ পর্যন্ত ১১ লাখ অর্থাৎ রেকর্ড পরিমাণ কর্মী গেছে বিদেশে। বর্তমানে বাংলাদেশের ১ কোটি ৪০ লাখ মানুষ বিদেশে কর্মরত। এদের একাংশ পশ্চিমা দুনিয়ায় অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করলেও তারা স্বজনদের জন্য নিয়মিত অর্থ পাঠান। বিদেশে বিপুল পরিমাণ কর্মী পাঠানোর ঘটনা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করলেও হুন্ডিবাজদের কারণে তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কাজ করে সৌদি আরবে। দীর্ঘকাল ধরে রেমিট্যান্স আয়ের প্রধান উৎস ওই দেশটি। কিন্তু এ বছর সৌদি আরবকে পেছনে ফেলে সে স্থান দখলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে- ৯৯ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। সৌদি থেকে এসেছে ৯৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সৌদির চেয়ে ৭ লাখ ডলার বেশি এসেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে। স্বাধীনতার পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে হুন্ডিবাজদের থাবা না থাকায় প্রবাসীদের পাঠানো আয়ের প্রায় সবটুকুই দেশে এসেছে বৈধ পথে। তারা আগেও যা পাঠাতেন এবারও সে পরিমাণ অর্থই পাঠিয়েছেন। কিন্তু সৌদি আরবের প্রবাসীরা হঠাৎ বৈধ পথে টাকা পাঠানো কমিয়ে দিয়েছেন। আর এতেই শীর্ষ স্থান হারিয়েছে সৌদি আরব। এমন অবস্থা চলতে থাকলে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রাপ্তি আরও কমতে থাকবে। জ্বালানি তেলসহ চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সুবিধাভোগী হলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বৈশ্বিক সংকটের মধ্যেও এসব দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। কিন্তু হুন্ডিবাজ এবং রাজনৈতিক মতলববাজদের কারণে বৈধ পথে অর্থ আসা বন্ধ হচ্ছে। এ ষড়যন্ত্র রুখতে মধ্যপ্রাচ্যের প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল প্রতিটি পরিবারের ওপর নজর রাখতে হবে। অবৈধ পথে যারা অর্থ পাঠায় তাদের দুষ্কর্ম ঠেকাতে প্রশাসনকে শক্ত হতে হবে।
শিরোনাম
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা