রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল। জাতীয় নির্বাচনের আগে রংপুরের এ নির্বাচনই সম্ভবত সবচেয়ে বড় স্থানীয় নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে গত মধ্যরাত থেকে বন্ধ হয়েছে নির্বাচন প্রার্থীদের সব প্রচার-প্রচারণা। রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নয়জন মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর ১৮৩ জনসহ ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হচ্ছে, মূল লড়াই হবে নৌকা-লাঙ্গলের মধ্যে। ২০১৭ সালের নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ১২৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এবার ৩৬টি বেড়ে কেন্দ্রের সংখ্যা হয়েছে ২২৯টি। এসব কেন্দ্রের মধ্যে মেট্রোপলিটন পুলিশ ৮৬ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ২০১৭ সালের নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন। এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনে। এ ছাড়াও এবার স্থায়ী ভোটকক্ষ করা হয়েছে ১ হাজার ৩৪৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ আছে ১৯৩টি। এদিকে ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গণমাধ্যমকর্মীদের জন্য যে ১৩ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো কেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না- দেওয়া হয়েছে এমন বিধিনিষেধ। রংপুর সিটি করপোরেশনের আগের দুটি নির্বাচন সব মহলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচন কমিশনের ওপর ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টিতে সুষ্ঠুভাবে সিটি নির্বাচন সম্পন্ন করতে তারা সবকিছুই করবেন এমনটিই প্রত্যাশিত। রংপুর ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সে অবস্থার পরিবর্তন ঘটবে কি না তা এই সিটি নির্বাচনের ফলাফলে বোঝা যাবে। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নিলেও তাদের সমর্থকদের ভোট যে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে তা সহজেই বোধগম্য। রংপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যক্তি বা দল নয়, গণতন্ত্র জয়ী হোক।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
রংপুর সিটি নির্বাচন
সুষ্ঠু নির্বাচনে জয়ী হোক গণতন্ত্র
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর