রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আগামীকাল। জাতীয় নির্বাচনের আগে রংপুরের এ নির্বাচনই সম্ভবত সবচেয়ে বড় স্থানীয় নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে গত মধ্যরাত থেকে বন্ধ হয়েছে নির্বাচন প্রার্থীদের সব প্রচার-প্রচারণা। রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নয়জন মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর ১৮৩ জনসহ ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধারণা করা হচ্ছে, মূল লড়াই হবে নৌকা-লাঙ্গলের মধ্যে। ২০১৭ সালের নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ১২৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এবার ৩৬টি বেড়ে কেন্দ্রের সংখ্যা হয়েছে ২২৯টি। এসব কেন্দ্রের মধ্যে মেট্রোপলিটন পুলিশ ৮৬ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ২০১৭ সালের নির্বাচনের তুলনায় ভোটার বেড়েছে ৩২ হাজার ৫৭৫ জন। এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনে। এ ছাড়াও এবার স্থায়ী ভোটকক্ষ করা হয়েছে ১ হাজার ৩৪৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ আছে ১৯৩টি। এদিকে ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গণমাধ্যমকর্মীদের জন্য যে ১৩ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো কেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না- দেওয়া হয়েছে এমন বিধিনিষেধ। রংপুর সিটি করপোরেশনের আগের দুটি নির্বাচন সব মহলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচন কমিশনের ওপর ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টিতে সুষ্ঠুভাবে সিটি নির্বাচন সম্পন্ন করতে তারা সবকিছুই করবেন এমনটিই প্রত্যাশিত। রংপুর ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ঘাঁটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সে অবস্থার পরিবর্তন ঘটবে কি না তা এই সিটি নির্বাচনের ফলাফলে বোঝা যাবে। বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নিলেও তাদের সমর্থকদের ভোট যে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে তা সহজেই বোধগম্য। রংপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ব্যক্তি বা দল নয়, গণতন্ত্র জয়ী হোক।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা