মানব পাচার এক জঘন্য অপরাধ। বাংলাদেশকে বলা হয় মানব পাচারের অভয়ারণ্য। এ পরিচিতি দেশের সুনামের জন্যও বিড়ম্বনা সৃষ্টি করছে। এ লজ্জা কাটিয়ে উঠতে মানব পাচার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি প্রত্যাশিত হলেও সে ক্ষেত্রে সময় ক্ষেপণ নিয়তির লিখন হয়ে দাঁড়িয়েছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা থাকলেও এ সংক্রান্ত মামলা বছরের পর বছর ঝুলে থাকে। ২০০৪ সাল থেকে গত বছর ৩০ জুন পর্যন্ত মানব পাচারের সাড়ে ৭ হাজার ৫১৭টি মামলা দায়ের হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র ১ হাজার ১৩৪টি, অর্থাৎ মাত্র ১৫ শতাংশ মামলা। আর নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র ৪৩৪টিতে। বাকি সব মামলায় আসামিরা খালাস পেয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, সাজা হওয়া ৪৩৪ জন আসামির মধ্যে আটজনকে মৃত্যুদন্ড, ২৯৯ জনকে যাবজ্জীবন এবং ১২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। বিভিন্ন আদালতে মানব পাচারের অধিকাংশ মামলার বিচার কার্যক্রম চলছে ধীরগতিতে। মামলার উপাদান, সাক্ষ্য ও তথ্য-প্রমাণ সংগ্রহ করতে না পারায় তদন্ত কর্মকর্তারা যথাসময়ে কাজ শেষ করতে পারছেন না। মানব পাচার আইনে করা মামলায় ৯০ কার্যদিবসের মধ্যে অভিযোগ গঠন এবং ১৮০ কার্যদিবসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হলেও তদন্তে ধীরগতির কারণে যথাসময়ে মামলা শেষ করা যাচ্ছে না। মানব পাচার আইনের মামলার বিচার দ্রুত শেষ করার জন্য সাতটি বিভাগীয় শহরে রয়েছে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। আইনজ্ঞদের অভিমত, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধ কমে আসবে। এ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পুলিশকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। যে কোনো মামলায় সময় ক্ষেপণ যে বিচারহীনতার নামান্তর এ বিষয়ে আদালত সংশ্লিষ্ট কারোর দ্বিমত নেই। তদন্ত সংশ্লিষ্টদেরও রয়েছে এ বিষয়ে অভিন্ন অভিমত। তারপরও কেন মানব পাচার সম্পর্কিত মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে না সে বিষয়ে সচেতনতা কাম্য।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০