ভারতে পাচারকালে গত এক বছরে ১৬০ কেজি সোনাসহ ৪২ জনকে আটক করা হয়েছে। বাংলাদেশ যে আন্তর্জাতিক সোনা পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে সীমান্তে এক বছরে এই বিপুল সোনা আটক তারই ইঙ্গিত। অনুমান করা যায়, এই সময়ে আটক সোনার বহুগুণ পাচার হয়েছে। বলা বাহুল্য, এসব সোনা চোরাইভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিমান, স্থল ও নৌ পথে বাংলাদেশে এসেছিল পাচারের উদ্দেশ্যেই। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। জব্দের তালিকায় শীর্ষে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত দিয়ে আটক সোনার পরিমাণ ৭৯ কেজি ৪৭৩ গ্রাম; যার বাজারমূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা। এসব সোনা পাচারে জড়িত থাকার অভিযোগে বিজিবি ১৬ জনকে আটক করেছে। অন্যদিকে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিভুক্ত সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় জব্দ করা হয় ৪৬ কেজি ৭৩৭ গ্রাম সোনা; যার মূল্য প্রায় ৩২ কোটি ২৯ লাখ ৮২ হাজার ১৭৮ টাকা। এসব সোনা পাচারে জড়িত অভিযোগে বিজিবি ১৮ পাচারকারীকে আটক করে। অন্যদিকে যশোরের শার্শা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ভারতে পাচারকালে অভিযান চালিয়ে ১৭ কেজি ৮ গ্রাম সোনাসহ চারজনকে আটক করেছে। ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে শার্শার সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০টি সোনার বারসহ দুজনকে আটক করা হয়। সোনা পাচার বন্ধে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ভূমিকা পালন করলেও এ ক্ষেত্রে কাক্সিক্ষত সাফল্য অর্জিত হচ্ছে না বিস্তীর্ণ সীমান্তের জন্য। এ ক্ষেত্রে কাক্সিক্ষত সাফল্য অর্জনে ভারত সীমান্তে প্রহরা জোরদারের পাশাপাশি যেসব পথে বাংলাদেশে সোনা চোরাচালান হয়ে আসছে সেগুলো বন্ধ করতে হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর প্রহরা জোরদার করার বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার।
শিরোনাম
- জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী
- চীনের চমক, মানুষের সঙ্গে মহাকাশে চার ইঁদুর!
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় জাতি
- ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত
- কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এনবিআর
- তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছেন সাড়ে পাঁচ লাখ শরণার্থী
- কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন সেই ডাক্তাররা
- ভারতীয় বংশোদ্ভূত সিইও’র বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের জালিয়াতির অভিযোগ
- শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ ইয়াবা
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
সোনা চোরাচালান
বিমানবন্দরে নজরদারি জোরদার করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর