শিরোনাম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চার নিত্যপণ্য আমদানি

রমজানে বাজার স্বাভাবিক থাকবে

রমজানকে সামনে রেখে রিজার্ভের ডলার দিয়ে তেল চিনি ছোলা ও ডাল আমদানির এলসি খোলার নির্দেশ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। এর ফলে রমজানে সবচেয়ে ব্যবহৃত ওই চারটি পণ্যের বাজার স্বাভাবিক রাখা সম্ভব হবে। রোজাদারদের জন্য রোজা পালন স্বস্তিদায়ক হয়ে উঠবে। স্মর্তব্য, কেন্দ্রীয় ব্যাংকের পলিসি হচ্ছে- ভোগ্যপণ্য আমদানিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকেই ডলার দিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ডলার সাপোর্ট দেবে না। ব্যাংক না দিতে পারলে কেন্দ্রীয় ব্যাংক শুধু সার ও জ্বালানি আমদানির জন্য রিজার্ভ থেকে প্রয়োজনে ডলার সহায়তা দেয়। এখন রমজান মাসকে সামনে রেখে চারটি ভোগ্যপণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার দিতে হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রমজানে চাহিদা বাড়ে এমন তিনটি পণ্যের মধ্যে দুটি পণ্য আমদানি কমে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে চিনি আমদানি। আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২ লাখ মেট্রিক টন চিনি কম এসেছে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে আগের বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৭ হাজার ৯৪৫ মেট্রিক টন চিনি আমদানি কমেছে। একই সময়ে ক্রুড পাম অয়েল আমদানি কমেছে ১ লাখ ৩২ হাজার ৯৩৮ মেট্রিক টন, ছোলা আমদানি কমেছে ১৪ হাজার ১৬৪ মেট্রিক টন। রমজানকে সামনে রেখে রিজার্ভ থেকে তেল, চিনি, ডাল ও ছোলা আমদানির সিদ্ধান্ত একটি সময়োচিত পদক্ষেপ। আমদানি কমে যাওয়ায় এসব ভাগ্যপণ্যের মজুদ এখন প্রান্তিক পর্যায়ে। যে কারণে দ্রুত পণ্য আমদানিই শুধু নয়, বাজারজাতেরও উদ্যোগ নিতে হবে। চাহিদা অনুযায়ী পণ্য আমদানিও জরুরি হয়ে উঠছে। যাতে রমজানে বাড়তি চাহিদার সুযোগে অসৎ ব্যবসায়ীরা তাদের মুনাফার লকলকে জিহ্বা বের করতে না পারে। একই সঙ্গে বিশ্বমন্দার কথা ভেবে রমজানে ভোক্তাদের সংযমী মনোভাবও দেখাতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর