দুনিয়ার সিংহভাগ দেশের মতো বাংলাদেশও যখন ডলার সংকটে ভুগছে তখন মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি হচ্ছে অপ্রয়োজনীয় পণ্য। খাদ্যপণ্য ও ওষুধের কাঁচামালের নামে দেশে আসছে কোটি কোটি টাকার বিদেশি সিগারেট। এনবিআরের চোখ ফাঁকি দিয়ে দেশে সিগারেটসহ নানা অপ্রয়োজনীয় পণ্য আমদানি হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। মিথ্যা ঘোষণায় আমদানিকৃত সিগারেট দেশের সব অঞ্চলে অবাধে বিক্রি হচ্ছে। বিষয়টি শুল্ক গোয়েন্দা বিভাগের নজরেও এসেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চলেও দেদার বিক্রি হচ্ছে এসব সিগারেট। কম মূল্য, আকর্ষণীয় মোড়ক, ভিন্ন ভিন্ন ফ্লেভার ও সহজলভ্য হওয়ায় তরুণ প্রজন্মের ধূমপায়ীরা ঝুঁকছে এসব সিগারেটে। এতে একদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বিপুল অর্থ। সেই সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অবৈধ বিদেশি সিগারেটের দৌরাত্ম্যে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় তামাক খাত থেকে রাজস্ব আদায় অনেক কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উচ্চ স্তরের সিগারেট থেকে রাজস্ব আয় কমেছে ৫ শতাংশ। প্রবৃদ্ধির ধারা অনুযায়ী, বছরের বাকি ছয় মাসে এটা আরও কমবে। এ ছাড়া মিথ্যা ঘোষণার মাধ্যমে সিগারেট আমদানিতে সরকার শুধু চলতি অর্থবছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাবে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলায় দেশের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখন শত শত কোটি টাকা অপচয় করে সিগারেটের মতো তামাকজাত পণ্য আমদানি নিঃসন্দেহে একটি বড় অপরাধ। চলমান অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধকে সরকার যখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তখন শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশবাসীকে তামাকে আসক্ত করার অপকর্মে যারা লিপ্ত তাদের খুঁজে বের করা এবং আইনের আওতায় আনা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
অবৈধভাবে সিগারেট আমদানি
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর