দুনিয়ার সিংহভাগ দেশের মতো বাংলাদেশও যখন ডলার সংকটে ভুগছে তখন মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি হচ্ছে অপ্রয়োজনীয় পণ্য। খাদ্যপণ্য ও ওষুধের কাঁচামালের নামে দেশে আসছে কোটি কোটি টাকার বিদেশি সিগারেট। এনবিআরের চোখ ফাঁকি দিয়ে দেশে সিগারেটসহ নানা অপ্রয়োজনীয় পণ্য আমদানি হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। মিথ্যা ঘোষণায় আমদানিকৃত সিগারেট দেশের সব অঞ্চলে অবাধে বিক্রি হচ্ছে। বিষয়টি শুল্ক গোয়েন্দা বিভাগের নজরেও এসেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চলেও দেদার বিক্রি হচ্ছে এসব সিগারেট। কম মূল্য, আকর্ষণীয় মোড়ক, ভিন্ন ভিন্ন ফ্লেভার ও সহজলভ্য হওয়ায় তরুণ প্রজন্মের ধূমপায়ীরা ঝুঁকছে এসব সিগারেটে। এতে একদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বিপুল অর্থ। সেই সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অবৈধ বিদেশি সিগারেটের দৌরাত্ম্যে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় তামাক খাত থেকে রাজস্ব আদায় অনেক কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উচ্চ স্তরের সিগারেট থেকে রাজস্ব আয় কমেছে ৫ শতাংশ। প্রবৃদ্ধির ধারা অনুযায়ী, বছরের বাকি ছয় মাসে এটা আরও কমবে। এ ছাড়া মিথ্যা ঘোষণার মাধ্যমে সিগারেট আমদানিতে সরকার শুধু চলতি অর্থবছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাবে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলায় দেশের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখন শত শত কোটি টাকা অপচয় করে সিগারেটের মতো তামাকজাত পণ্য আমদানি নিঃসন্দেহে একটি বড় অপরাধ। চলমান অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধকে সরকার যখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তখন শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশবাসীকে তামাকে আসক্ত করার অপকর্মে যারা লিপ্ত তাদের খুঁজে বের করা এবং আইনের আওতায় আনা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
অবৈধভাবে সিগারেট আমদানি
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর