দুনিয়ার সিংহভাগ দেশের মতো বাংলাদেশও যখন ডলার সংকটে ভুগছে তখন মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি হচ্ছে অপ্রয়োজনীয় পণ্য। খাদ্যপণ্য ও ওষুধের কাঁচামালের নামে দেশে আসছে কোটি কোটি টাকার বিদেশি সিগারেট। এনবিআরের চোখ ফাঁকি দিয়ে দেশে সিগারেটসহ নানা অপ্রয়োজনীয় পণ্য আমদানি হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। মিথ্যা ঘোষণায় আমদানিকৃত সিগারেট দেশের সব অঞ্চলে অবাধে বিক্রি হচ্ছে। বিষয়টি শুল্ক গোয়েন্দা বিভাগের নজরেও এসেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের অলিগলি থেকে প্রত্যন্ত অঞ্চলেও দেদার বিক্রি হচ্ছে এসব সিগারেট। কম মূল্য, আকর্ষণীয় মোড়ক, ভিন্ন ভিন্ন ফ্লেভার ও সহজলভ্য হওয়ায় তরুণ প্রজন্মের ধূমপায়ীরা ঝুঁকছে এসব সিগারেটে। এতে একদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বিপুল অর্থ। সেই সঙ্গে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। অবৈধ বিদেশি সিগারেটের দৌরাত্ম্যে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় তামাক খাত থেকে রাজস্ব আদায় অনেক কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উচ্চ স্তরের সিগারেট থেকে রাজস্ব আয় কমেছে ৫ শতাংশ। প্রবৃদ্ধির ধারা অনুযায়ী, বছরের বাকি ছয় মাসে এটা আরও কমবে। এ ছাড়া মিথ্যা ঘোষণার মাধ্যমে সিগারেট আমদানিতে সরকার শুধু চলতি অর্থবছরে অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব হারাবে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলায় দেশের অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখন শত শত কোটি টাকা অপচয় করে সিগারেটের মতো তামাকজাত পণ্য আমদানি নিঃসন্দেহে একটি বড় অপরাধ। চলমান অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বৈদেশিক মুদ্রার অপচয় রোধকে সরকার যখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তখন শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশবাসীকে তামাকে আসক্ত করার অপকর্মে যারা লিপ্ত তাদের খুঁজে বের করা এবং আইনের আওতায় আনা সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
অবৈধভাবে সিগারেট আমদানি
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর