বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতির সূচকে ১২তম

এ লজ্জা কাটাতে তৎপর হতে হবে

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমীক্ষায় এ মূল্যায়ন করা হয়েছে। গত বছর এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। ট্রান্সপারেন্সির মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় তালেবান-শাসিত আফগানিস্তান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। তারপর অবস্থান বাংলাদেশের। বাংলাদেশ বিশ্বের দ্বাদশ দুর্নীতগ্রস্ত দেশ, এটি অবশ্যই জাতীয় লজ্জার ঘটনা। তবে দুর্নীতি এ জনপদের ঐতিহ্যেরই একটি অংশ এবং ট্রান্সপারেন্সির মূল্যায়নে অতীতে বাংলাদেশকে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবেও দেখানো হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচক প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করেছে তাদের শাখা সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের স্কোর এ বছর ১ পয়েন্ট কমেছে, আফগানিস্তানের ৮ পয়েন্ট বেড়েছে। এটা অব্যাহত থাকলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের চেয়েও নিচে চলে গিয়ে প্রথম স্থানে আসার আশঙ্কা রয়েছে, যা খুবই উদ্বেগজনক। প্রতিবেদনের সারমর্মে বাংলাদেশের অবনমনের কিছু কারণ তুলে ধরা হয়। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে শুধুই ‘রাজনৈতিক বক্তব্যে’ সীমাবদ্ধ রাখা, মহামারিকালে সরকারি খাতে সুরক্ষাসামগ্রী থেকে শুরু করে সাধারণের কাছে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, অর্থ পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া, রাজনীতি ও ব্যবসায়িক পরিমন্ডলে প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা এবং দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানগুলো সরকারি ও আমলাতান্ত্রিক বলয়ের মধ্যে নিয়ে আসা অন্যতম দায়ী। অভিযোগ করা হয়, যারা দুর্নীতির তথ্য প্রকাশ করে তাদের গলা চেপে ধরা হচ্ছে। গণমাধ্যম, নাগরিক সমাজ এখন ডিজিটাল সিকিউরিটি আইনের মতো বিষয়গুলোর জন্য মুখ খুলতে পারছে না। টিআইবির পক্ষ থেকে দুর্নীতি বৃদ্ধির যেসব কারণ তুলে ধরা হয়েছে তা থেকে সরে আসতে সরকারকে তৎপর হতে হবে।

কথায় নয়, কাজে দুর্নীতিবিরোধী ভাবমূর্তি গড়ে তুলতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর