বিদ্যুৎ খাতে চুরি যেন ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। এ মুহূর্তে উৎপাদিত বিদ্যুতের ১৪ শতাংশের বেশি চুরি হয়। এ চুরি বন্ধ করা গেলে বিদ্যুতের দাম অন্তত ১৪ শতাংশ কম রাখা সম্ভব হবে। কিন্তু তা দেখভাল করার দায়িত্ব যাদের, তাদের বেশির ভাগের সততার অভাবে বিদ্যুৎ চুরি বন্ধ হচ্ছে না। বিদ্যুৎ চুরিকে হালাল করা হচ্ছে সিস্টেম লস এবং সঞ্চালন লাইনের ক্ষতি দেখিয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, চুরির জন্য কাউকে কোনো জবাবদিহি করতে হয় না বরং চুরির কারণে যে লোকসান হয় তা পুষিয়ে নিতে গ্রাহক পর্যায়ে হয়রানি করা হয়। ভুতুড়ে বিল ও ঘুষ-দুর্নীতিও চলে সমানে। আবার অনেক ক্ষেত্রে বছর শেষে বিদ্যুতের দাম বাড়িয়ে তা পুষিয়ে নেওয়া হয়। সময়ের সঙ্গে ঢাকায় পর্যায়ক্রমে কয়েকটি বিদ্যুৎ বিতরণ সংস্থা গঠিত হলেও বন্ধ হয়নি সিস্টেম লস। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রথমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় গঠিত হয় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই অথরিটি-ডেসা। পরে অনিয়মের মুখে পড়ে বিলুপ্ত হয় ডেসা। গঠিত হয় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকো এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ডিপিডিসি। বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ, দুটি বিতরণ কোম্পানি থেকে তারা আশানুরূপ সেবা পাচ্ছেন না। পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে। নতুন সংযোগ পেতে অসাধু কর্মকর্তাদের ঘুষ যে দিতে হয় এটি ওপেন সিক্রেট। বিদ্যুৎ খাতে সিস্টেম লসের কারণে অপচয় হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। ২০১০-১১ সালে বিদ্যুৎ খাতে সামগ্রিকভাবে বছরে গড় সিস্টেম লস ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে এটি কমে ১১ দশমিক ১১ শতাংশ হয়েছে। তবে সঞ্চালন লাইনে ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ। রাস্তার পাশের দোকানপাটগুলোতে যে বিদ্যুৎ ব্যবহার হয় তার বেশির ভাগই অবৈধ সংযোগের। কয়েক লাখ ইজিবাইক এবং ব্যাটারিচালিত রিকশা বিদ্যুৎ চুরিতে অবদান রাখছে। প্রায় প্রতিটি চুরির সঙ্গে বিদ্যুৎ বিভাগের চোর-মহাচোরদের সম্পর্ক রয়েছে। বিদ্যুৎ খাতের লোকসান কমাতে মাসে মাসে মূল্য সমন্বয়ের নামে দাম বাড়ানোর বদলে আসল কারণেও হাত দিতে হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
অবাধে বিদ্যুৎ চুরি
চোর-মহাচোরদের ধরুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর