উপমহাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজেরও মর্যাদা পেয়েছে প্রাণবন্ত হালদা। দেশে মাছের উৎপাদন বাড়াতে হালদা থেকে সংগৃহীত মাছের পোনা বিশেষ ভূমিকা রাখছে। ১৬ কোটি মানুষের আমিষ চাহিদা পূরণে যে নদী অনন্য অবদান রাখছে সে নদী আকণ্ঠ দূষণের শিকার হয়ে প্রাকৃতিক মৎস্য প্রজননের বৈশিষ্ট্য হারাতে বসেছে। নদীতীরবর্তী এলাকার আবাসিক-বাণিজ্যিক বর্জ্যরে সঙ্গে যুক্ত হয়েছে উজানে তামাক চাষের কীটনাশকের নির্যাস। একরের পর একর জমির তামাক চাষের বিষাক্ত কীটনাশকের পানি সরাসরি পড়ছে নদীতে। ফলে দূষণে নাভিশ্বাস উঠছে। প্রতিনিয়তই হচ্ছে নদী বেদখল, চলছে ইঞ্জিনচালিত নৌকা, তোলা হচ্ছে বালি, নষ্ট হচ্ছে মা-মাছের কূপ, কমছে ডিম, দূষণে মরছে ডলফিন- এসব কারণে হুমকির মুখে পড়েছে হালদার ভবিষ্যৎ। ২০১৬ সাল থেকে ‘হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আর মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উজান এলাকার জমিগুলোতে সবজি চাষ করা হয়। ২০২০ সালের দিকে হালদার উজানে মানিকছড়ি অংশে তামাকের চাষাবাদ শূন্যের কোঠায় নেমে আসে। কিন্তু গত বছর থেকে ফের শুরু হয় তামাক চাষ। গত নভেম্বর থেকে মানিকছড়ি এলাকার বড় একটি অংশের চাষিদের তামাক চাষে উদ্বুদ্ধ করে টোব্যাকো কোম্পানিগুলো। চলতি মৌসুমে ঘোরখানা, আসাদতলী, কালাপানি, তুলাবিল, ছদুরখীল এলাকায় ৩৫ হেক্টর জমিতে ২৮ জন কৃষক নতুনভাবে তামাক চাষে জড়িয়ে পড়েন। তামাক চাষের কীটনাশকের তরল বর্জ্য সরাসরি পড়ছে নদীতে। হালদা নদীর অস্তিত্বের ওপর আঘাত হানছে কিছু লোভী মানুষের অনাচার। এ যথেচ্ছতা বন্ধে প্রশাসনকে কড়া হতে হবে। বিশেষ করে হালদা নদীর উজানে তামাক চাষ বন্ধে নিতে হবে কড়া ব্যবস্থা।
শিরোনাম
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
হালদা নদীর দুরবস্থা
উজানে তামাক চাষ বন্ধে উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর