উপমহাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজেরও মর্যাদা পেয়েছে প্রাণবন্ত হালদা। দেশে মাছের উৎপাদন বাড়াতে হালদা থেকে সংগৃহীত মাছের পোনা বিশেষ ভূমিকা রাখছে। ১৬ কোটি মানুষের আমিষ চাহিদা পূরণে যে নদী অনন্য অবদান রাখছে সে নদী আকণ্ঠ দূষণের শিকার হয়ে প্রাকৃতিক মৎস্য প্রজননের বৈশিষ্ট্য হারাতে বসেছে। নদীতীরবর্তী এলাকার আবাসিক-বাণিজ্যিক বর্জ্যরে সঙ্গে যুক্ত হয়েছে উজানে তামাক চাষের কীটনাশকের নির্যাস। একরের পর একর জমির তামাক চাষের বিষাক্ত কীটনাশকের পানি সরাসরি পড়ছে নদীতে। ফলে দূষণে নাভিশ্বাস উঠছে। প্রতিনিয়তই হচ্ছে নদী বেদখল, চলছে ইঞ্জিনচালিত নৌকা, তোলা হচ্ছে বালি, নষ্ট হচ্ছে মা-মাছের কূপ, কমছে ডিম, দূষণে মরছে ডলফিন- এসব কারণে হুমকির মুখে পড়েছে হালদার ভবিষ্যৎ। ২০১৬ সাল থেকে ‘হালদা নদীর উৎপাদনশীলতা বৃদ্ধি ও হালদা উৎসের পোনার বাজার সম্প্রসারণ’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আর মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উজান এলাকার জমিগুলোতে সবজি চাষ করা হয়। ২০২০ সালের দিকে হালদার উজানে মানিকছড়ি অংশে তামাকের চাষাবাদ শূন্যের কোঠায় নেমে আসে। কিন্তু গত বছর থেকে ফের শুরু হয় তামাক চাষ। গত নভেম্বর থেকে মানিকছড়ি এলাকার বড় একটি অংশের চাষিদের তামাক চাষে উদ্বুদ্ধ করে টোব্যাকো কোম্পানিগুলো। চলতি মৌসুমে ঘোরখানা, আসাদতলী, কালাপানি, তুলাবিল, ছদুরখীল এলাকায় ৩৫ হেক্টর জমিতে ২৮ জন কৃষক নতুনভাবে তামাক চাষে জড়িয়ে পড়েন। তামাক চাষের কীটনাশকের তরল বর্জ্য সরাসরি পড়ছে নদীতে। হালদা নদীর অস্তিত্বের ওপর আঘাত হানছে কিছু লোভী মানুষের অনাচার। এ যথেচ্ছতা বন্ধে প্রশাসনকে কড়া হতে হবে। বিশেষ করে হালদা নদীর উজানে তামাক চাষ বন্ধে নিতে হবে কড়া ব্যবস্থা।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল