নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি জনমনে অস্বস্তি সৃষ্টি করছে। সরকারের কাছে দেশের মানুষের প্রধান চাওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। স্বীকার করতেই হবে, এ বিষয়ে কোনো সরকারের সদিচ্ছার অভাব থাকার কথা নয়। কারণ যে কোনো সরকারের জনপ্রিয়তা অনেকাংশে নির্ভর করে নিত্যপণ্যের দাম সরকার কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে তার ওপর। কিন্তু করোনাভাইরাসের পর রুশ-ইউক্রেন যুদ্ধ দুনিয়াজুড়ে যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে তাতে আমদানিনির্ভর নিত্যপণ্যের দাম সামাল দেওয়া সরকারের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমদানিনির্ভর নিত্যপণ্য শুধু নয়, দেশে উৎপাদিত সব পণ্যের দামও বাড়ছে হু হু করে। বাড়ছে মাছ, মুরগি ও ডিমের দাম। সাধারণ মানুষ দিশাহারা হয়ে উঠছে মূল্যবৃদ্ধির দাপটে। জানুয়ারি মাসে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হতো। মাত্র কয়েক দিনের ব্যবধানে তা এখন ২২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি ব্যবসায়ী ও ফার্মের মালিকরা খাবারের দাম ও সরবরাহের খরচ বৃদ্ধির কথা বলে মুরগির দাম বাড়িয়ে যাচ্ছেন। নতুন করে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ও হতাশ নিম্নআয়ের মানুষসহ মধ্যবিত্তরা। তারা বলছেন, দামের কারণে গরু কিংবা খাসির মাংস অনেক আগে থেকেই নাগালের বাইরে। এখন ব্রয়লার মুরগির দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় সপ্তাহে অন্তত এক দিনও মাংস খাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। সোনালি মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। সর্বশেষ খুচরা বাজারের তথ্য অনুযায়ী ২৮০-৩০০ টাকা করে বিক্রি হচ্ছিল। এ ছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০-৫০০ টাকায়। মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার দাপটে স্বল্প আয়ের মানুষ দিশাহারা হয়ে পড়ছে। বিশেষ করে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বৃদ্ধির পেছনে মুরগির খাদ্য উৎপাদনকারীদের মুনাফাখোরি মনোভাব জড়িত বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে সরকার চোখ-কান খোলা রাখবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়া
সামাল দিতে প্রশাসনের তৎপরতা জরুরি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর