সফররত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে সিরিজ জিতেছে সাকিব বাহিনী এক ম্যাচ হাতে রেখেই। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকেও দাপট দেখিয়ে হারাল টাইগাররা। বুধবার চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২০২ রান করে স্বাগতিকরা। ২০৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫-এর বেশি রান আসেনি আইরিশদের ব্যাট থেকে। ব্যাট হাতে মাত্র ২৪ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস এবং বল হাতে ২২ রানে ৫ উইকেট নিয়ে মান অব দ্য ম্যাচ ক্যাপ্টেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় ম্যাচে টি-২০তে দুই শতাধিক রান করার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ক্যারিশম্যাটিক ব্যাটিং করেছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে তারা সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন। আগের ম্যাচে ৯১ রানের পর এবার ১২৪ রানের জুটি গড়েন লিটন-রনি। এর আগে ওপেনিং জুটিতে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের ১০২ রান ছিল সর্বোচ্চ জুটি। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে আরেকটি রেকর্ড গড়েন লিটন। তিনি ভেঙে দিয়েছেন ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের গড়া ২০ রানের ফিফটির রেকর্ডটি। আগের ম্যাচে ৬৭ রানের ইংনিস খেলা আরেক ওপেনার রনি এ ম্যাচেও করেছেন ঝড়ো গতিতে ৪৪ রান। ফর্মে থাকা তাসকিন টি-২০ এর দ্বিতীয় ম্যাচেও জাদু দেখিয়েছেন। ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। আগের ম্যাচে তিনি ৪ উইকেট নেন ১৬ রান দিয়ে। সাকিবময় এ খেলায় ৫ উইকেট নিয়ে বিশ্বসেরার তকমা ফিরে পেয়েছেন সাকিব। নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে অর্জন করেছেন এ অনন্য সাফল্য। টি-২০তে সাকিবের উইকেট এখন ১৩৬। ২০২১ সালে তিনি শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার নাসিথ মালিঙ্গাকে টপকে। তবে এসব রেকর্ডের বাইরে সাকিবের অধিনায়কত্ব তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দলকে ব্যাটে বলে আগ্রাসী করে তুলতে তিনি হয়ে উঠেছেন সবার অনুপ্রেরণা। অভিনন্দন সাকিব বাহিনীকে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
টি-২০ সিরিজ জয়
সাকিব বাহিনীকে অভিনন্দন
প্রিন্ট ভার্সন
