সফররত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে সিরিজ জিতেছে সাকিব বাহিনী এক ম্যাচ হাতে রেখেই। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডকেও দাপট দেখিয়ে হারাল টাইগাররা। বুধবার চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২০২ রান করে স্বাগতিকরা। ২০৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৫-এর বেশি রান আসেনি আইরিশদের ব্যাট থেকে। ব্যাট হাতে মাত্র ২৪ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস এবং বল হাতে ২২ রানে ৫ উইকেট নিয়ে মান অব দ্য ম্যাচ ক্যাপ্টেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় ম্যাচে টি-২০তে দুই শতাধিক রান করার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ক্যারিশম্যাটিক ব্যাটিং করেছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে তারা সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন। আগের ম্যাচে ৯১ রানের পর এবার ১২৪ রানের জুটি গড়েন লিটন-রনি। এর আগে ওপেনিং জুটিতে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের ১০২ রান ছিল সর্বোচ্চ জুটি। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে আরেকটি রেকর্ড গড়েন লিটন। তিনি ভেঙে দিয়েছেন ২০০৭ সালে মোহাম্মদ আশরাফুলের গড়া ২০ রানের ফিফটির রেকর্ডটি। আগের ম্যাচে ৬৭ রানের ইংনিস খেলা আরেক ওপেনার রনি এ ম্যাচেও করেছেন ঝড়ো গতিতে ৪৪ রান। ফর্মে থাকা তাসকিন টি-২০ এর দ্বিতীয় ম্যাচেও জাদু দেখিয়েছেন। ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট। আগের ম্যাচে তিনি ৪ উইকেট নেন ১৬ রান দিয়ে। সাকিবময় এ খেলায় ৫ উইকেট নিয়ে বিশ্বসেরার তকমা ফিরে পেয়েছেন সাকিব। নিউজিল্যান্ডের টিম সাউদিকে টপকে অর্জন করেছেন এ অনন্য সাফল্য। টি-২০তে সাকিবের উইকেট এখন ১৩৬। ২০২১ সালে তিনি শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার নাসিথ মালিঙ্গাকে টপকে। তবে এসব রেকর্ডের বাইরে সাকিবের অধিনায়কত্ব তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দলকে ব্যাটে বলে আগ্রাসী করে তুলতে তিনি হয়ে উঠেছেন সবার অনুপ্রেরণা। অভিনন্দন সাকিব বাহিনীকে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া